TRENDING:

Taapsee Pannu: মস্কোয় ছুটির মধ্যে বলিউডের আর এক অভিনেত্রী ও তাঁর রুশ স্বামীর সঙ্গে দেখা তাপসীর

Last Updated:

বোন শগুনকে নিয়ে রাশিয়ায় দুরন্ত ছুটি কাটালেন তাপসী পন্নু (Taapsee Pannu) ৷ রুশদেশে তোলা তাপসীর ছবি বাজিমাত করেছে সামাজিক মাধ্যমে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মস্কো : বোন শগুনকে নিয়ে রাশিয়ায় দুরন্ত ছুটি কাটালেন তাপসী পন্নু (Taapsee Pannu) ৷ রুশদেশে তোলা তাপসীর ছবি বাজিমাত করেছে সামাজিক মাধ্যমে ৷ সেখানে দেখা গিয়েছে তাপসী সেখানে রূপের আগুন ছড়াচ্ছেন শাড়িতেও ৷
advertisement

ছুটির মধ্যেই আর এক নায়িকা এবং তাঁর রাশিয়ান স্বামীর সঙ্গে সাক্ষাৎ তাপসীর ৷ সেন্ট পিটসবার্গে তাঁর সঙ্গে দেখা হল শ্রিয়া শরণ এবং তাঁর স্বামী আন্দ্রেই কোশ্চিভের সঙ্গে ৷ শ্রিয়া-আন্দ্রেই-এর সঙ্গে তাপসী নিজের ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে ৷ ছবির সঙ্গে তাপসী লেখেন, ‘‘তোমাদের সঙ্গে সাক্ষাৎ আমার কাছে বিশেষ মুহূর্ত ৷ তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে মুম্বইয়ে ৷’’

advertisement

তামিল, তেলুগুর পাশাপাশি হিন্দি ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন শ্রিয়া ৷ বলিউডে তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল ‘তুঝে মেরি কসম’, ‘থোড়া তুম বদলো থোড়া হম’, ‘আওয়রাপন’, ‘মিশন ইস্তানবুল’, ‘গলি গলি চোর হ্যায়’, ‘জিলা গাজিয়াবাদ’, ‘সব কুশল মঙ্গল’ এবং ‘দৃশ্যম’ ৷ আরও একাধিক তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে কাজ করছেন তিনি ৷ সেগুলি মুক্তির অপেক্ষায় দিন গুনছে ৷ ২০১৮ সালে তাঁর রুশ প্রেমিক আন্দ্রেই কোশ্চিভকে বিয়ে করেন শ্রিয়া ৷

advertisement

অন্যদিকে, তাপসীর ছবি ‘হাসিন দিলরুবা’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে আগামী ২ জুলাই৷ এছাড়াও তিনি অভিনয় করছেন মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিতু’-তে ৷ অনুরাগ কশ্যপের ‘দোবারা’ ছবিতেও তাঁর অভিনয় দেখতে আগ্রহী দর্শকরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

একগুচ্ছ নতুন ছবি মুক্তির আগে রুশ দেশের রূপকথার মতো ছুটি কাটালেন তাপসী ৷ নেটিজেনরা তাঁর ‘মস্কো ডায়েরি’-র ছবি নিয়ে উচ্ছ্বসিত ৷ মস্কোর রাজপথে জেব্রা ক্রসিং পেরিয়ে হেঁটে যাচ্ছেন তাপসী ৷ তাঁর পরনে সাদা শাড়ি নীল ব্লাউজ এবং পায়ে স্নিকার্স ৷ তাপসীর দৃপ্ত ভঙ্গি নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Taapsee Pannu: মস্কোয় ছুটির মধ্যে বলিউডের আর এক অভিনেত্রী ও তাঁর রুশ স্বামীর সঙ্গে দেখা তাপসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল