অ্যাটেলিয়ার জুহরার সাদা সিক্যুইন শর্ট ড্রেসে অনুষ্ঠানে উপস্থিত হন নায়িকা ৷ কিন্তু সেই ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড হতেই ট্রোলড হন স্বরা ৷ নেটিজেনরা তাঁর পোশাকের সঙ্গে ওয়াশিং পাউডার নিরমার বিজ্ঞাপনে দেখানো সেই ছোট্ট মেয়েটির তুলনা টানেন ৷ স্বরার পোশাকের সঙ্গে নিরমা গার্লের পোশাকের মিল থাকায় নানারকম হাস্যকৌতূকে ভরে যায় সোশ্যালের দেওয়াল ৷ অনেকে বলেন, ‘নিরমাওয়ালি দিদি মিল গ্যায়ি’ ৷ কেউ কেউ আবার বলেন, স্বরাই আসলে সেই নিরমা গার্ল যাকে এতদিনে খুঁজে পাওয়া গেল ৷
advertisement
আরও পড়ুন: IN PICS: বীরে দি ওয়েডিং-এর মিউজিক লঞ্চ, উপস্থিত ছিলেন ছবির নায়িকারা
তবে ট্রোলড হলেও বিষয়টাকে বেশ হালকা চালেই নেন স্বরা ৷ একটুও না রেগে বরং হাসির অভিব্যক্তি দিয়ে নিরমা গার্লের সঙ্গে তাঁর তুলনাকে মেনে নিতে দেখা যায় নায়িকাকে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2018 9:34 AM IST