TRENDING:

হাতে সুস্মিতার নামের ট্যাটু করালেন রোহমান শাল, কিন্তু কালিটা চিরস্থায়ী নয়!

Last Updated:

আপাতত খবর মিলছে যে করোনাকালে কোনও ঝুঁকি না নিয়ে পরের বছরের শীতটা বিয়ের জন্য তুলে রেখেছেন সুস্মিতা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রেমিকার নাম ট্যাটু করা হয়েছে হাতে, সে তো খুবই প্রশংসার বিষয়! কিন্তু ওই ট্যাটু তামাম দুনিয়ায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত তুলে ধরার পাশাপাশি যা লিখেছেন রোহমান শাল, তা দেখেই সুস্মিতা সেনের শুভাকাঙ্খীদের চোখ কপালে উঠেছে!
advertisement

খবর বলছে যে, রোহমান তাঁর হাতে একে অপরের সঙ্গে জুড়ে থাকা দুই S অক্ষর ট্যাটু করিয়েছেন। এর মধ্যে একটা যেমন তাঁর প্রেমিকা সুস্মিতার নাম বোঝায়, তেমনই আরেকটা বোঝায় তাঁর পদবীকে। বেশ কথা! কিন্তু সঙ্গে লিখেছেন রোহমান- কালিটা চিরস্থায়ী নয়! আর সেটাই ফেলে দিয়েছে সবাইকে ভাবনায়!

মানেটা তা হলে কী দাঁড়ায়? পরে দরকার মতো ট্যাটুটা মুছেও ফেলা যাবে?

advertisement

সত্যি বলতে কী, কোন সম্পর্কের আকাশে কখন যে কালো মেঘ ঘনিয়ে আসে আর তারপর কোন মুহূর্তে যে বাজ পড়ে, তা আগে থেকে বলা মুশকিল! এই যেমন, সুস্মিতার প্রাক্তন রণদীপ হুডার কথাই ধরা যাক না কেন! সে সম্পর্কও টিকে ছিল অনেক বছর ধরে! তারপর একদিন আচমকাই সব ভেঙে চুরমার!

অবশ্য নিন্দুকদের এই সব জল্পনাকে ভেঙে আর গুঁড়িয়ে দিয়ে রোহমানের পরের বক্তব্যেও চোখ রাখতে বলছেন বলিউডের বিশেষজ্ঞরা। তাঁদের দাবি- এর ঠিক পরের লাইনেই তো রোহমান লিখেছেন যে ভালবাসা চিরস্থায়ী! অতএব আশঙ্কা করার মতো এখনই কিছু হয়নি! পাশাপাশি, তাঁরা আরেকটা দিকেও নজর দিতে বলছেন। এ ক্ষেত্রে তাঁদের বক্তব্য- ওই জোড়া S একসঙ্গে সুস্মিতা সেন বা সুস্মিতা শালও বোঝাতে পারে! আসলে সব ঠিক থাকলে এই বছরেই দু'জনের বিয়ে সেরে নেওয়ার কথা ছিল তো, তাই এ হেন ইঙ্গিত! আপাতত খবর মিলছে যে করোনাকালে কোনও ঝুঁকি না নিয়ে পরের বছরের শীতটা বিয়ের জন্য তুলে রেখেছেন সুস্মিতা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর মাঝে নায়িকা মন দেবেন একটু বেশি করে কাজকর্মে। রাম মধবানির ‘আরিয়া’ এর মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সাড়া জাগিয়েছে। শোনা যাচ্ছে যে ,এখন তার দ্বিতীয় পর্বের শ্যুটিংয়ের জন্য তৈরি হচ্ছেন সুস্মিতা এবং বাকিরা। এর মাঝে সুস্মিতার নিজের কথা অনুযায়ী 'রোহম্যান্সিং' চলছে; আর কী!

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাতে সুস্মিতার নামের ট্যাটু করালেন রোহমান শাল, কিন্তু কালিটা চিরস্থায়ী নয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল