TRENDING:

বান্ধবীর পিঠে-কোমরে পা...সুস্মিতাকে শূন্যে তুললেন বয়ফ্রেন্ড রোহমান শল

Last Updated:

সুন্দরী নিজেই স্বীকার করলেন যে, রহমান হলেন এমন একজন পুরুষ সত্যিই যাঁর কাছে নিজেকে নত করেছেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জীবনকে চেটেপুটে উপভোগ করা কাকে বলে প্রাক্তন বিশ্বসুন্দরীর কাছ থেকে শিখে নিতে হয় ৷ জীবনের প্রতিটি মুহূর্তকে নিজের মতো করে এনজয় করেন সুস্মিতা সেন ৷ সেই ছবি আর ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement

সুস্মিতা যে ফিটনেসপ্রেমী তা তো সকলেই জানেন। এবার তিনি পোস্ট করেলেন তাঁর ওয়ার্ক আউটের ভিডিও ৷ সঙ্গে অবশ্যই রয়েছেন ওয়ার্ক আউট পার্টনারও ৷ বলে দিতে হবে না যে, ইনিই সুস্মিতার প্রেমিক, রোহমান শল ৷

রোহমানের সঙ্গে ওয়ার্ক আউট করতে খুবই পছন্দ করেন সুস ৷ এবারও তাঁর ব্যতিক্রম হল না ৷ প্রেমিকাকে পায়ের জোরেই তুলে ফেললেন রোহমান ৷ সুস্মিতাও কম যান না ৷ দারুণ ব্যালেন্সিং করলেন ৷ তবে ক্যাপশনটা ছিল সবচেয়ে আকর্ষণীয় ৷ সুন্দরী নিজেই স্বীকার করলেন যে, রহমান হলেন এমন একজন পুরুষ সত্যিই যাঁর কাছে নিজেকে নত করেছেন তিনি ৷

advertisement

দেখুন সেই ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
বান্ধবীর পিঠে-কোমরে পা...সুস্মিতাকে শূন্যে তুললেন বয়ফ্রেন্ড রোহমান শল