TRENDING:

স্বপ্নকে ছুঁতে চেয়েছিলেন, ঐশ্বর্যের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবেও নেচেছিলেন সুশান্ত! ভাইরাল ভিডিও

Last Updated:

সে সময় মামুলি একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত । কিন্তু সে সমস্ত ছোট ছোট পদক্ষেপই একদিন তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পাঁচ দিন হয়ে গেল সেই হাসিটা আর নেই । স্বপ্ন ভরা চোখ দু’টো চিরকালের মতো গভীর ঘুমে মগ্ন । পর্দার ধোনির সেই হেলিকপ্টার শট মারা ছেলেটা, জীবনের মাঠে খুব একা হয়ে গিয়েছিল । তাই জীবন ছেড়েই চলে গিয়েছে সে নীরবে । সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যেন এক ঝটকায় অনেকগুলো প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে গোটা বলিউড তথা তামাম দেশকে ।
advertisement

সে সব প্রশ্ন, বিতর্ক, তরজা বাদেও বহু মানুষ আজ তাঁদের প্রিয় সুশকে স্মরণ করছেন অন্তরের গভীর ভালবাসায় । কখনও পুরনো ছবি, কখনও ভিডিও, কখনও জনপ্রিয় ডায়লগ, বারবারই ঘুরে ফিরে আসছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে । ইঞ্জিয়ারিং ছেড়ে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে এসেছিলেন সুশান্ত । তবে তাঁর জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে তাঁকে ।

advertisement

এক সময় শিয়ামক দেভর ডান্স ট্রুপে নাচ করতেন সুশান্ত । ২০০৬ সালে কমনওয়েলথ গেমসের ক্লোজিং সেরিমনিতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে নেচেছিলেন তিনি । সে সময় মামুলি একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত । কিন্তু সে সমস্ত ছোট ছোট পদক্ষেপই একদিন তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল । ‘ধূম’-এও হৃত্বিকের ব্যাকগ্রাউন্ড ডান্সার হয়ে নেচেছিলেন তিনি । ডান্স রিয়্যালিটি শো ‘জারা নাচকে দিখা’, ‘ঝলক দিখলা যা’-র মতো শোয়ে অংশগ্রহণ করেছিলেন সুশান্ত ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

একটি সাক্ষাৎকারে সুশান্ত একবার ঐশ্বর্য রাইয়ের সঙ্গে নাচের সময় এক মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন । একবার নাকি রাই সুন্দরীকে কোলে তুলে নেওয়ার কথা ছিল সুশান্তের । বিশ্বসুন্দরীকে কোলে তোলার পর নামাতেই নাকি ভুলে যান সুশান্ত । ঐশ্বর্য্য অবাক হয়ে যান । শেষ পর্যন্ত টানা এক মিনিট নায়িকাকে কোলে রাখার পর নামিয়েছিলেন সুশান্ত ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বপ্নকে ছুঁতে চেয়েছিলেন, ঐশ্বর্যের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবেও নেচেছিলেন সুশান্ত! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল