এই কারণেই তিনি দেশের মধ্যে অন্যতম সুপারহিট নায়কও বটে ৷ সূত্রের খবর সলমনের মোট ২৩০০ কোটি টাকার সম্পত্তি ৷ বলিউডের এই সুপারস্টারের ভক্তদের মনে সর্বত্রই প্রশ্ন আসে যে সলমন খানের (Salman Khan) এত হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তির ওয়ারিসই বা কে? ২ বছর আগে ৫৫ বছরের সলমন খানই টাইমস অফ ইন্ডিয়ার এক প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন যে তিনি বিয়ে করুনই বা না করুন তাঁর মৃত্যুর পরে সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ কোনও এক ট্রাস্টকে দেওয়া হবে ৷ যদি তিনি বিয়ে না করেন তবে তাঁর সমস্ত সম্পত্তিই পাবে ট্রাস্ট ৷ সাম্প্রতিক সময়ে সলমন খানকে দেখতে পাওয়া গিয়েছে অন্তিম ছবিতে অভিনয় করতে ৷
advertisement
আগামী দিনে ৩টি ছবির কাজ চলছে সেগুলি হল কভি ইদ কভি দিওয়ালি (Kabhi EID Kabhi Diwali), টাইগার ৩ (Tiger 3), কিক ২ (Kick 2), টাইগার ২-তে সলমন খানের সঙ্গে দেখতে পাওয়া যাবে ক্যাটরিনা কাইফ, কিক ২-তে তার সঙ্গে দেখতে পাওয়া যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ ৷