TRENDING:

Salman Khan Property: না বিয়ে করেছেন, না আছে সন্তান! সলমন খানের ২৩০০ কোটি টাকার সম্পত্তি পাবেন কে? প্রকাশ্যে সেই নাম

Last Updated:

Salman Khan Property: সলমন খানের পরে তাঁর ২৩০০ কোটি টাকার সম্পত্তি পাবেন কে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে প্রায় ৩৪ বছর ধরে রাজত্ব করে চলেছেন সলমন খান (Salman Khan's Property) ৷ কখনও রোমান্স তো কখনও অ্যাকশন, কখনও বা আবেগপ্রবণ ৷ বিভিন্ন ভূমিকায় সব সময়েই দর্শকের বিনোদন করে যাচ্ছেন বলিউডের ভাইজান ৷ তিনি ৩৪ বছরে এক নয় দুই নয় কয়েক হাজার হাজার কোটি কোটা টাকা রোজগার করেছেন ৷ সলমন খান (Salman Khan) প্রায় প্রতিটি ছবি থেকে প্রায় ১০০ কোটি টাকা (100 Crore Rupees) করে রোজগার করে থাকেন ৷
সলমন খান ৷ ফাইল ছবি ৷
সলমন খান ৷ ফাইল ছবি ৷
advertisement

আরও পড়ুন: Hrithik Roshan | Saba Azad : গত তিন মাস ধরে গোপনে সম্পর্ক রাখছেন হৃতিক-সাবা! প্রথম দেখা কোথায়, ফাঁস প্রেমের গল্প

এই কারণেই তিনি দেশের মধ্যে অন্যতম সুপারহিট নায়কও বটে ৷ সূত্রের খবর সলমনের মোট ২৩০০ কোটি টাকার সম্পত্তি ৷ বলিউডের এই সুপারস্টারের ভক্তদের মনে সর্বত্রই প্রশ্ন আসে যে সলমন খানের (Salman Khan) এত হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তির ওয়ারিসই বা কে? ২ বছর আগে ৫৫ বছরের সলমন খানই টাইমস অফ ইন্ডিয়ার এক প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন যে তিনি বিয়ে করুনই বা না করুন তাঁর মৃত্যুর পরে সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ কোনও এক ট্রাস্টকে দেওয়া হবে ৷ যদি তিনি বিয়ে না করেন তবে তাঁর সমস্ত সম্পত্তিই পাবে ট্রাস্ট ৷ সাম্প্রতিক সময়ে সলমন খানকে দেখতে পাওয়া গিয়েছে অন্তিম ছবিতে অভিনয় করতে ৷

advertisement

আরও পড়ুন: Ushasie Chakraborty : পোশাকের জন্য ট্রোলড হয়েছিলেন! বাবার জন্মদিনে স্পষ্ট ভাষায় বামপন্থার পাঠ পড়ালেন জুন-আন্টি

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আগামী দিনে ৩টি ছবির কাজ চলছে সেগুলি হল কভি ইদ কভি দিওয়ালি (Kabhi EID Kabhi Diwali), টাইগার ৩ (Tiger 3), কিক ২ (Kick 2), টাইগার ২-তে সলমন খানের সঙ্গে দেখতে পাওয়া যাবে ক্যাটরিনা কাইফ, কিক ২-তে তার সঙ্গে দেখতে পাওয়া যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan Property: না বিয়ে করেছেন, না আছে সন্তান! সলমন খানের ২৩০০ কোটি টাকার সম্পত্তি পাবেন কে? প্রকাশ্যে সেই নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল