নিজের ইনস্টাগ্রাম পেজে কয়েকটি সিজলিং ছবি আপলোড করেছেন সুন্দরী নিজেই৷ সেই ছবিগুলিতে ন্যুড কালারের অন্তর্বাস পরে একটি কাউচের উপর ফটোশ্যুট করেছেন সানি ৷ যে ছবিগুলি এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল ৷
সবে কেটেছে তাঁর জন্মদিন ৷ জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা ৷ ভক্তরা মনে করছেন তাঁদের এই শুভেচ্ছা আর ভালবাসার রিটার্ন গিফটই এই সমস্ত বোল্ড ছবি ৷ যা দেখে বেজায় আপ্লুত গোটা পুরুষকুল ৷
advertisement
বলিউডের একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও তাঁর অতীত নিয়ে কৌতূহলের শেষ নেই। অনেকেই ভাবেন, তিনি বোধহয় পর্নস্টারই হতে চেয়েছিলেন। সেই ভুল ধারণা কাটাতেই নিজের জীবন নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হওয়াটা সানির কাছে জরুরি মনে হয়েছে ৷ পর্নস্টার হলেও তাঁর জীবনেও যে ভাঙাগড়া আছে, সংগ্রাম আছে তাইই সকলকে এই তথ্যচিত্রের মাধ্যমে জানাতে চান সানি ৷ সেই তথ্যচিত্র দেখার জন্য আরও কিছু সময়ের অপেক্ষা ৷ আপাতত ‘সানি ম্যাজিক’ওয়ালা ছবিতে মশগুল নেট দুনিয়া ৷