শুধু সানি নন, সানির গোটা পরিবারটাই বেশ জনপ্রিয় । তিন সন্তানকে নিয়ে দিব্যি হেসেখেলে, রোম্যান্স করে দিন কাটান প্রাক্তন পর্নস্টার সানি লিওন । স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন দারুণ মাখোমাখো । সব সময়ই প্রেমে মশগুল হয়ে থাকেন তাঁরা । প্রকাশ্যে চুম্বন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও আকছাড় তাঁদের খুনসুটি নজরে পড়ে দর্শকদের । কিন্তু সেই ড্যানিয়েলের সঙ্গে হঠাৎ কী এমন হল সানির? যাতে একেবারে প্রচণ্ড মারধর শুরু করলেন তিনি?
advertisement
না না, বিষয়টা যতটা সিরিয়াস ভাবছেন, তেমনটা একেবারেই নয় । আসলে সানি আর ড্যানিয়াল দু’জনেই মারাত্মক ফিটনেস ফ্রিক । শরীরচর্চা না করে একটা দিনও অতিবাহিত করেন না তাঁরা । সানির মারকাটারি ফিগারের রহস্যও লুকিয়ে রয়েছে এই শরীরচর্চার মধ্যেই । এ বার সানি শুরু করলেন বক্সিং । সেটাও তাঁর দৈনন্দিন শরীরচর্চারই অঙ্গ । আর স্বামীর থেকে ভাল জিম পার্টনার আর কেই বা হতে পারে ? তাই ড্যানিয়েলের সঙ্গেই চুটিয়ে বক্সিং করলেন সানি । এলোপাথাড়ি ঘুষিও চলল, তবে কোনওটাই আঘাত করার উদ্দেশ্যে নয় ।