এ বার সেই সোনুই দাঁড়ালেন আগামীর কারিগরদের পাশে । এর আগেও বহু অসহায়, দুঃস্থ, মেধাবী ছেলেমেয়েদের পড়াশোনার দায়ভার স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সোনু । বারবার করোনায় অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে বলছেন অভিনেতা । নিজেও যতটা সম্ভব পড়ুয়াদের পাশে দাঁড়াচ্ছেন । আর এ বার আরও এক ধাপ এগিয়ে আইপিএস পরীক্ষার কোচিং স্কলারশিপ দিতে এগিয়ে এলেন তিনি ।
advertisement
যাঁরা আইএএস দিতে চান, কিন্তু সুযোগ ও টাকার অভাবে সঠিক প্রস্তুতি নিতে পারছেন না, তাঁদের জন্য সোনু চালু করলেন ‘সম্ভবম’ । এখানে কোচিং নেওয়ার খরচ পুরোটাই সম্পূর্ণ বিনামূল্যে । সোনু সুদ চ্য়ারিটি ফাউন্ডেশান ও নয়া দিল্লি সংস্থার উদ্যোগে এই কাজটি শুরু করা হচ্ছে। আবেদন করা যাবে অনলাইনে, শেষ তারিখ ৩০ জুন । তাঁর এই নতুন কর্মকাণ্ডে স্বাভাবিকভাবেই মুগ্ধ নেটিজেনরা । প্রত্যেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।