গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট বলিউড’, ‘ডোন্ট ওয়াচ স্টার কিডস ফিল্ম’-- এ জাতীয় স্লোগান ট্রেন্ডিং। ঠিক কী কারণে মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুকেই বেছে নিলেন সুশান্ত ৷ তা নিয়ে চলছে নানা জল্পনা ৷ নেটিজেনদের রাগ যাদের উপর সবচেয়ে বেশি, তাঁদের মধ্যে একজন অবশ্যই সোনম কাপুর ৷ বলিউডে তাঁর অভিনয় বা কাজের সাফল্য নিয়ে নানা সময়েই অনেক প্রশ্ন উঠেছে ৷ এবার এই বিতর্কে ঘি ঢাললেন নায়িকা নিজেও ৷ রবিবার ফাদার্স ডে-তে ট্যুইটারে বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে সোনম লিখলেন যে তিনি গর্বিত, তিনি অনিল কাপুরের মেয়ে ৷’
সোনম লেখেন, ‘‘হ্যাঁ, আমি আমার বাবার মেয়ে। আজ আমি বাবার জন্যই এখানে। বাবার জন্যই সুবিধে পাই। এটা কোনও অপমান নয়। আমার বাবা দিন-রাত এক করে খেটে আমাকে এত কিছু দিয়েছেন। এ আমার কর্মফল যে এই রকম একটি পরিবারে আমি জন্মেছি। আমি সে জন্য গর্বিত।'’