TRENDING:

‘‘আমি আজ যা কিছু সব বাবার জন্যই, আমার কর্মফল যে এমন পরিবারে জন্মেছি’’: সোনম

Last Updated:

রবিবার ফাদার্স ডে-তে ট্যুইটারে বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে সোনম লিখলেন যে তিনি গর্বিত, তিনি অনিল কাপুরের মেয়ে ৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুশান্তের মৃত্যুর পর এক সপ্তাহ কেটে গিয়েছে ৷ গত রবিবার বান্দ্রায় তাঁর নিজের ফ্ল্যাটের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ ৷ তারপর থেকেই প্রশ্ন উঠেছে বলিউডের ‘নেপোটিজম’ নিয়ে ৷ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাবশালীদের জোর চিরকালই বেশি ৷ অনেক ট্যালেন্ট উঠেও মাঝপথে হারিয়ে যায় ৷ আর এর জন্য তথাকথিত ‘বিগ শটস’-রাই পরোক্ষে দায়ী বলে মনে করছেন নেটিজেনরা ৷
advertisement

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট বলিউড’, ‘ডোন্ট ওয়াচ স্টার কিডস ফিল্ম’-- এ জাতীয় স্লোগান ট্রেন্ডিং। ঠিক কী কারণে মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুকেই বেছে নিলেন সুশান্ত ৷ তা নিয়ে চলছে নানা জল্পনা ৷ নেটিজেনদের রাগ যাদের উপর সবচেয়ে বেশি, তাঁদের মধ্যে একজন অবশ্যই সোনম কাপুর ৷ বলিউডে তাঁর অভিনয় বা কাজের সাফল্য নিয়ে নানা সময়েই অনেক প্রশ্ন উঠেছে ৷ এবার এই বিতর্কে ঘি ঢাললেন নায়িকা নিজেও ৷ রবিবার ফাদার্স ডে-তে ট্যুইটারে বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে সোনম লিখলেন যে তিনি গর্বিত, তিনি অনিল কাপুরের মেয়ে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সোনম লেখেন, ‘‘হ্যাঁ, আমি আমার বাবার মেয়ে। আজ আমি বাবার জন্যই এখানে। বাবার জন্যই সুবিধে পাই। এটা কোনও অপমান নয়। আমার বাবা দিন-রাত এক করে খেটে আমাকে এত কিছু দিয়েছেন। এ আমার কর্মফল যে এই রকম একটি পরিবারে আমি জন্মেছি। আমি সে জন্য গর্বিত।'’

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘‘আমি আজ যা কিছু সব বাবার জন্যই, আমার কর্মফল যে এমন পরিবারে জন্মেছি’’: সোনম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল