TRENDING:

একই বাড়িতে থেকেও সোনম কাপুর আর আনন্দ আহুজার দেখা হয় না, কেন জানেন?

Last Updated:

লকডাউনে সোনম-আনন্দ দু’জনেই দিল্লির বাড়িতে থাকছেন একই সঙ্গে । কিন্তু একসঙ্গে থাকলেই বা কী হবে । সোনম আর আনন্দের দেখা হচ্ছে না তেমন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লকডাউনে দারুণ কোয়ালিটি টাইম কাটাচ্ছেন সোনম কাপুর আর আনন্দ আহুজা । এমনিতে খুব বেশি সময় পরস্পরকে দিতে পারতেন না তাঁরা । একজন ব্যস্ত থাকতেন মুম্বইয়ে, শ্যুটিংয়ের কাজে । অন্যজনকে বেশিরভাগ সময়ই ব্যবসা সামলাতে থাকতে হত লন্ডনে ।
advertisement

এ বার লকডাউনে সোনম-আনন্দ দু’জনেই দিল্লির বাড়িতে থাকছেন একই সঙ্গে । কিন্তু একসঙ্গে থাকলেই বা কী হবে । সোনম আর আনন্দের দেখা হচ্ছে না তেমন ।

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

সম্প্রতি ফিল্মফেয়ার’কে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনম জানিয়েছেন, আনন্দ সকাল ৮টায় কাজে বেরোন । ফলে তিনি ভোর ৫টার মধ্যে উঠে পড়েন । আর দিনের বেশিরভাগ সময়টা নিজের বেডরুমে থাকতেই ভালবাসেন সোনম । যদিও তাঁদের বাড়ির মধ্যেই একটা পাশে রয়েছে আনন্দের অফিস । সেখানেই কাজে যান তিনি। তবে সোনম-আনন্দ চেষ্টা করেন অন্তত জলখাবার বা দুপুর খাওয়াটা একসঙ্গে খেতে। আবার আনন্দ অনেক সময় অফিস থেকে বাড়ির মধ্যে চলে আসেন সোনম’কে  ‘হাই’ করতে ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
একই বাড়িতে থেকেও সোনম কাপুর আর আনন্দ আহুজার দেখা হয় না, কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল