TRENDING:

'বৃষ্টির সঙ্গে আত্মার যোগ ছিল বাবার', ইরফান খানকে নিয়ে লিখলেন ছেলে বাবিল !

Last Updated:

বাবাকে লেখা এই চিঠি ইনস্টাগ্রামে শেয়ার করেন বাবিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এপ্রিলের ২৯ তারিখ মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের অভিনেতা ইরফান খান। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড। ইরফানের স্ত্রীও বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ইরফান খানকে নিয়ে। এবার তাঁর ছেলে বাবিল লিখলেন বাবাকে নিয়ে।
advertisement

ইরফান খান একটি ছবিতে অভিনয় করেছিলেন, নাম 'দ্য সং অফ স্করপিয়নস'। এই ছবিতে তিনি একজন উট চালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। যে উট চালক বুঝতে পারতেন বৃষ্টি কখন আসবে। এই ছবিরই একটি দৃশ্য ইনস্টাগ্রামে শেয়ার করে বাবিল লিখলেন, " বাবার বৃষ্টি অনুভব করার এক অদ্ভুত ক্ষমতা ছিল। আমি এই অভিজ্ঞতার কথা কোনও কিছুর সঙ্গেই তুলনা করতে পারি না। বাবা খুব সুন্দর করে ব্যাখ্যা করতেন যা বোঝাবার ভাষা নেই আমার কাছে। তবে বাবার সঙ্গে বৃষ্টির সম্পর্ক কেবল মরুভূমিই বোঝাতে পারত। জানিনা বৃষ্টি তাঁর সঙ্গে কি করেছিল।" এই চিঠি ইনস্টাগ্রামে শেয়ার করেন বাবিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
'বৃষ্টির সঙ্গে আত্মার যোগ ছিল বাবার', ইরফান খানকে নিয়ে লিখলেন ছেলে বাবিল !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল