TRENDING:

তিন বছর আগেই গোপনে বিয়ে সেরেছেন মোনালি ঠাকুর, এতদিনে স্বীকার করলেন সেই কথা

Last Updated:

তিনি বিয়ে করেছেন তিন বছর আগেই, অর্থাৎ ২০১৭ সালে । কিন্তু সে খবর এতদিন ধরে গোপনে রেখেছিলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তিনি বিয়ে করেছেন তিন বছর আগেই । অর্থাৎ ২০১৭ সালে । কিন্তু সে খবর এতদিন ধরে গোপনে রেখেছিলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর । জার্মান বয়ফ্রেন্ড মাইকের সঙ্গে তাঁর প্রেমের কথা কারওরই অজানা নয়। কিন্তু মাইক যে আর তাঁর শুধুমাত্র বয়ফ্রেন্ড নেই, সে কথা তিন বছর ধরে স্বীকার করেননি মোনালি ।
advertisement

সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মোনালি খোলসা করেন গোটা বিষয়টা । আসলে ২০১৭ সালেই মাইকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি । একেবারে ছোট একটি ঘরোয়া অনুষ্ঠানে, পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতে মাইকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন । ২০১৬-র ক্রিসমাসে মাইক বিয়ের প্রস্তাব দেন মোনালিকে। তিনি জানান, '' যেখানে আমরা প্রথমদিন দেখা করেছিলাম, ১০ ডিগ্রি ঠান্ডায় মাইক সেই গাছের নীচেই প্রপোজ করে। আমি ‘না’ বলতে পারিনি।”

advertisement

লকডাউনে সুইৎজারল্যান্ডে বয়ফ্রেন্ড মাইকের সঙ্গেই ঘরবন্দি বলিউড গায়িকা মোনালি ঠাকুর ৷ আর সেই সুযোগের সদ্বব্যবহার করে নিজের প্রেম কাহিনিকে গানের মধ্যে দিয়ে তুলে ধরলেন মোনালি ৷ বরফ ঘেরা আল্পস পাহাড়ে শোনালেন প্রেমের গান ৷ নিয়ে এলেন তাঁর সিঙ্গলস ৷ যেখানে অভিনয় করলেন মোনালি ও তাঁর স্বামী মাইক ৷ দেখুন মোনালি ঠাকুরের সেই গান ‘দিল কা ফিতুর’ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
তিন বছর আগেই গোপনে বিয়ে সেরেছেন মোনালি ঠাকুর, এতদিনে স্বীকার করলেন সেই কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল