দলের মেহেন্দি এবং তাঁর ভাই শামসের সিংয়ের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের৷ ২০০৩ সালে বকশিস সিং নামে এক ব্যাক্তি, গায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল৷ বকশিসের অভিযোগ ছিল, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে মেহেন্দি ভাইরা দু’টি গানের দল নিয়ে আমেরিকায় যায়৷ সেখানেই দলের একাধিক ব্যাক্তিকে পাচার করে দেয় দলের ও শামসের৷ বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিয়ে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে৷ ২০১৭-র অক্টোবরে মারা যান শামসের৷
advertisement
২০০৩ সালে পুলিশের কাছে মেহেন্দি ভাইদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বকশিস৷ ২০০৬ সালে পাতিয়ালা পুলিশ দলের মেহেন্দি নির্দেশ, এই মর্মে আদালতে আবেদন জানায়৷ কিন্তু পুলিশের সেই আবেদন খারিজ করে দিয়ে তদন্ত জারি রাখতে নির্দেশ দিয়েছিল আদালত৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2018 3:46 PM IST