TRENDING:

টাকার বিনিময়ে বিদেশে মানব-পাচার, দু’বছরের জেল দলের মেহেন্দির

Last Updated:

মানুষ পাচারে দোষী প্রমাণিত হলেন পঞ্জাবি পপ গায়ক দলের মেহেন্দির৷ শুক্রবার পাতিয়ালা আদালতের একটি রায়ে দু’বছর হাজতবাসের সাজা শোনানো হয়েছে তাঁকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মানুষ পাচারে দোষী প্রমাণিত হলেন পঞ্জাবি পপ গায়ক দলের মেহেন্দির৷ শুক্রবার পাতিয়ালা আদালতের একটি রায়ে দু’বছর হাজতবাসের সাজা শোনানো হয়েছে তাঁকে৷ ২০০৩ সালের একটি মামলায় দোষী সব্যস্ত হলেন তিনি৷ তবে রায় ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই জামিনে ছাড়া পান দলের৷
advertisement

দলের মেহেন্দি এবং তাঁর ভাই শামসের সিংয়ের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের৷ ২০০৩ সালে বকশিস সিং নামে এক ব্যাক্তি, গায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল৷ বকশিসের অভিযোগ ছিল, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে মেহেন্দি ভাইরা দু’টি গানের দল নিয়ে আমেরিকায় যায়৷ সেখানেই দলের একাধিক ব্যাক্তিকে পাচার করে দেয় দলের ও শামসের৷ বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিয়ে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে৷ ২০১৭-র অক্টোবরে মারা যান শামসের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

২০০৩ সালে পুলিশের কাছে মেহেন্দি ভাইদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বকশিস৷ ২০০৬ সালে পাতিয়ালা পুলিশ দলের মেহেন্দি নির্দেশ, এই মর্মে আদালতে আবেদন জানায়৷ কিন্তু পুলিশের সেই আবেদন খারিজ করে দিয়ে তদন্ত জারি রাখতে নির্দেশ দিয়েছিল আদালত৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
টাকার বিনিময়ে বিদেশে মানব-পাচার, দু’বছরের জেল দলের মেহেন্দির