TRENDING:

টাকার বিনিময়ে বিদেশে মানব-পাচার, দু’বছরের জেল দলের মেহেন্দির

Last Updated:

মানুষ পাচারে দোষী প্রমাণিত হলেন পঞ্জাবি পপ গায়ক দলের মেহেন্দির৷ শুক্রবার পাতিয়ালা আদালতের একটি রায়ে দু’বছর হাজতবাসের সাজা শোনানো হয়েছে তাঁকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মানুষ পাচারে দোষী প্রমাণিত হলেন পঞ্জাবি পপ গায়ক দলের মেহেন্দির৷ শুক্রবার পাতিয়ালা আদালতের একটি রায়ে দু’বছর হাজতবাসের সাজা শোনানো হয়েছে তাঁকে৷ ২০০৩ সালের একটি মামলায় দোষী সব্যস্ত হলেন তিনি৷ তবে রায় ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই জামিনে ছাড়া পান দলের৷
advertisement

দলের মেহেন্দি এবং তাঁর ভাই শামসের সিংয়ের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের৷ ২০০৩ সালে বকশিস সিং নামে এক ব্যাক্তি, গায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল৷ বকশিসের অভিযোগ ছিল, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে মেহেন্দি ভাইরা দু’টি গানের দল নিয়ে আমেরিকায় যায়৷ সেখানেই দলের একাধিক ব্যাক্তিকে পাচার করে দেয় দলের ও শামসের৷ বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিয়ে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে৷ ২০১৭-র অক্টোবরে মারা যান শামসের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০০৩ সালে পুলিশের কাছে মেহেন্দি ভাইদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বকশিস৷ ২০০৬ সালে পাতিয়ালা পুলিশ দলের মেহেন্দি নির্দেশ, এই মর্মে আদালতে আবেদন জানায়৷ কিন্তু পুলিশের সেই আবেদন খারিজ করে দিয়ে তদন্ত জারি রাখতে নির্দেশ দিয়েছিল আদালত৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
টাকার বিনিময়ে বিদেশে মানব-পাচার, দু’বছরের জেল দলের মেহেন্দির