TRENDING:

Coronavirus: গায়ক আদিত্য নারায়ণ ও স্ত্রী-অভিনেত্রী শ্বেতা করোনায় আক্রান্ত!

Last Updated:

গত ডিসেম্বরে মুম্বইতে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে করেছিলেন আদিত্য ও শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় তার পর থেকে বেশ কিছু একসঙ্গে ছবি শেয়ার করেছেন তাঁরা। হানিমুনে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরে। সেখান থেকেও ছবি শেয়ার করেছিলেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উদিত নারায়ণের ছেলে গায়ক আদিত্য নারায়ণ ও তাঁর স্ত্রী পেশায় অভিনেত্রী শ্বেতা আগরওয়াল করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হয়েছেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজেরাই এই খবর শেয়ার করেছেন। গত বছরের ডিসেম্বরেই বিয়ে করেছেন আদিত্য ও শ্বেতা। কোভিড ১৯-এর (Corona) নিয়ম মেনেই একেবারে ছিমছাম বিয়ে করেছিলেন তাঁরা।
advertisement

এদিন ইনস্টাগ্রামে আদিত্য ও শ্বেতা নিজেদের ছবি শেয়ার করে লিখেছেন, 'হ্যালো সবাই, দুর্ভাগ্যবশত আমি ও আমার স্ত্রী শ্বেতা আগরওয়াল করোনা পজিটিভ ধরা পড়েছি। আপাতত কোয়ারান্টিনে রয়েছি আমরা। দয়া করে সকলে সাবধানে থাকুন, করোনাবিধি মেনে চলুন এবং আমাদের জন্য প্রার্থনা করুন।' এরই সঙ্গে আদিত্য লিখেছেন, 'এই দুঃসময় কেটে যাবে।'

গত ডিসেম্বরে মুম্বইতে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে করেছিলেন আদিত্য ও শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় তার পর থেকে বেশ কিছু একসঙ্গে ছবি শেয়ার করেছেন তাঁরা। হানিমুনে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরে। সেখান থেকেও ছবি শেয়ার করেছিলেন তাঁরা।

advertisement

২০১০ সালে আদিত্য ও শ্বেতার একটি ফিল্মের সেটে প্রথমবার দেখা হয়েছিল। সেই ছবিতে প্রথমবার অভিনয় করেছিলেন আদিত্য। অভিনয়ের পাশাপাশি গানও করেন আদিত্য। এছাড়াও বহু রিয়ালিটি শো-এর সঞ্চালক হিসেবে কাজ করেন আদিত্য। তালিকায় রয়েছে সা রে গা মা পা চ্যালেঞ্জ, রাইজিং স্টার ৩ ও ইন্ডিয়ান আইডল ১২।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Coronavirus: গায়ক আদিত্য নারায়ণ ও স্ত্রী-অভিনেত্রী শ্বেতা করোনায় আক্রান্ত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল