সিকন্দর নিজের বাড়ি থেকেই ভিডিওটি করেছেন। ঘরেই ছিলেন অনুপম খেরও (Anupam Kher)। তিনি স্যুপ খাচ্ছিলেন এবং ফ্যানেদের উদ্দেশ্যে কিছু কথাও বলেছেন তিনি। মজার ভিডিওতে সিকন্দরকে বলতে শোনা যায়, 'বাড়ি থেকে এমন লাইভ সেশন মাঝে মাঝেই করব আমি, এই সময়ই মাকে সবচেয়ে মধুর শোনাচ্ছে।' কিরণ মজার ছলে ছেলেকে বলেন, 'চুপ করো, এক চড় দেব তোমাকে।' ফ্যানেদেরকে সিকন্দরও ধন্যবাদ জানিয়েছেন, মায়ের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য।
advertisement
ক্যান্সারে আক্রান্ত হয়ে আপাতত চিকিৎসাধীন অভিনেত্রী কিরণ খের। সম্প্রতি কিরণ খেরের শারীরিক পরিস্থিতির খোঁজ দিলেন স্বামী ও বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনুপম শেয়ার করেছেন কিরণের স্বাস্থ্যের কথা। তিনি বলেছেন, কিরণ এখন আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছেন।
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনুপমের দাবি, 'কিরণের স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে। এটা খুবই কঠিন একটা চিকিৎসা। ও মাঝে মাঝে বলে কোভিড ১৯ ও লকডাউন-এর সময়টা এই চিকিৎসাকে আরও কঠিন করে তুলছে। রোগীরা যাঁরা এই চিকিৎসায় রয়েছেন তাঁদের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখাটা খুবই জরুরি।' কিরণের স্বাস্থ্য নিয়ে অনুপমের আরও বক্তব্য, 'ও বাইরে বেরেতো পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। তবে ভালো খবর হল কিরণ ওঁর স্বাস্থ্যোন্নতির অনেকটা পথ পেরিয়েছে। ও ভালো আছে। কোনও কোনও দিন ও খুবই ইতিবাচক থাকে। কোনও দিন আবার কেমোথেরাপির কষ্টে থাকে। আমরা সবাই মিলেই সবচেয়ে ভালোটা চেষ্টা করছি।'
