দিন কয়েক আগেই ছিল একমাত্র ছেলে ভিয়ানের জন্মদিন ৷ ছয়ে পা দিল শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার ছেলে ভিয়ান ৷ দিনটা একটু অন্যরকমভাবে কাটানোর ভাবনা ছিল মনে ৷ সেই মতো গোটা পরিবার-সহ শিল্পা উপস্থিত হয়েছিলেন মুম্বইয়ের একটি বৃদ্ধাশ্রমে ৷ ওই দিন সেখানকার বৃদ্ধ-বৃদ্ধাদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন শিল্পা ৷ সকলের পাতে ফল মিষ্টি এগিয়ে দিতে দেখা যায় ছোট্ট ভিয়ানকেও ৷ গোটা ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অভিনেত্রী ৷ এরপরেই ট্রোলড হন তিনি ৷
advertisement
আরও পড়ুন: জন্মদিনে মেয়ে সুহানাকে বিশেষ বার্তা শাহরুখের
নেটিজেনরা সোশ্যাল দেওয়ালে অভিযোগ তোলেন, এই ভিডিও পোস্ট করে ‘শো অফ’ করছেন শিল্পা ৷ শুধু তাই নয়, বৃদ্ধ-বৃদ্ধাদের পাতে কম দামী খাবার তুলে দেওয়ারও অভিযোগ করেন অনেকে ৷
তবে এই অভিযোগে চুপ থাকেননি বলিউডের ফিটনেস ক্যুইন ৷ মুখ খোলেন তিনিও ৷ জানান, প্রথমিক ওই খাবারের পরে সকলের জন্য ডিনারের ব্যবস্থাও করা হয়েছিল ৷