TRENDING:

'কাজ চাইলেই বলিউডের প্রযোজকরা রাতে ডাকতেন', বিস্ফোরক শার্লিন চোপড়া !

Last Updated:

এবার তিনি নিজেই প্রোডিউসার ও লেখকের ভূমিকায় অবতীর্ন হতে চলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শার্লিন চোপড়া। বলিউডের একজন অভিনেত্রী মডেল। প্লেবয় ম্যাগাজিনে ন্যুড ফোটোশ্যুট করার জন্য এক সময় শার্লিনকে নিয়ে জোর চর্চা চলেছিল। তবে 'প্লেবয়' ম্যাগাজিনে ছবি ছাপাটা সব অভিনেত্রীদের কাছেই স্বপ্নের মতো। শার্লিন বারবর বোল্ড ও সাহসী। তাই তাঁকে নিয়ে যে সমালোচনা হয়েছে তাতে কান দেননি তিনি। এবার শার্লিন নিজের ওটিটি প্লাটফর্ম নিয়ে এলেন। তাঁর ওটিটি প্ল্যাটফর্মের নাম রেডশের। এখানে নানা রকম শর্ট ফিল্ম রিলিজ করবেন শার্লিন।
advertisement

এই ওটিটি লঞ্চের সময় শার্লিন জানান, 'যখন নিজেই নিজের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তখন অন্যের কাছে কাজ ভিক্ষে করবো কেন?" এই প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় বলিউডের নামি প্রযোজক, পরিচালকদের কাছে কাজ চাইতে যেতেন তিনি। কিন্তু তাঁরা সকলেই মধ্যরাতে শার্লিনকে দেখা করতে বলতেন। কেউ ভাল ভাবে কাজ দিতে চাননি তাঁকে। এর পর শার্লিন নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন। তিনি কন্টেন্ট লিখতে শুরু করেন। এবার তিনি নিজেই প্রোডিউসার ও লেখকের ভূমিকায় অবতীর্ন হতে চলেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
'কাজ চাইলেই বলিউডের প্রযোজকরা রাতে ডাকতেন', বিস্ফোরক শার্লিন চোপড়া !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল