হালফিলে মাঝে মাঝেই সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিচ্ছেন বনি কাপুর (Boney Kapoor) এবং অনিল কাপুরের (Anil Kapoor) চোখের মণি এই ভাইঝিটি! কারণটাও খুব সাফ, বলিউডে ছবি করার জন্য তৈরি হচ্ছেন মেয়ে! অবশ্য তৈরি হচ্ছেন না বলে তাঁকে তৈরি করা হচ্ছে বললেও একেবারেই ভুল কিছু হয় না। মেয়ের মায়ের কথাতে সে প্রমাণ আকছাড়ই মেলে ।
advertisement
সম্প্রতি সানায়ার একটি ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে । ভিডিওয় দেখা যাচ্ছে সাদা স্কার্ট আর ক্রপ টপ পরে চোখ ধাঁধানো বেলি ডান্স করছেন সানায়া । তাঁর কোমর আর নিতম্ভের কাঁপনে মুগ্ধ নেটনাগরিকরা । তাঁর প্রতিবিম্ব গিয়ে পড়েছে পাশের দেওয়ালজোড়া আয়নায়, সেখানেও যেন উঠেছে রোমাঞ্চের তরঙ্গ! নাচের ছবি আর ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সানায়া কাপুর । ক্যাপশনে স্বীকার করলেন, প্রিয় বান্ধবী সুহানা খানের থেকে স্কার্টটি চুরি করে পরেছেন তিনি ।