২০১৫ সালে শাহিদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মীরা রাজপুত। দু'জনের বয়সের ব্যবধান ১৩ বছরের। বিয়ের সময় মীরার বয়স ছিল মাত্র ২০ বছর। যা নিয়ে সেই সময়ে রীতিমতো সমালোচনা শুরু করেছিলেন নেটিজেনরা। যদিও সে সবে বিশেষ কান দেননি শাহিদ এবং মীরা। ২০১৬-তে তাঁদের প্রথম কন্যাসন্তান হয়, যাঁর নাম মিশা (Misha Kapoor)। এরপর ২০১৮ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন শাহিদ-পত্নী। জেইনের (Zain Kapoor) জন্ম হয় মীরার জন্মদিনের দু'দিন আগে। মীরা মাঝেমাঝেই তার পরিবারের ছবি এবং ভিডিও শেয়ার করেন। শাহিদ এবং মীরা শীঘ্রই তাদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদযাপন করবেন।
এই মাসের শুরুতে মীরা একগুচ্ছ ফুলের একটি ছবি পোস্ট করেছিলেন এবং ক্যাপশন লিখেছিলেন, "তুমি আমার হৃদয়ে এভাবেই থেকে যাও। @ @shahidkapoor আমি তোমাকে ভালোবাসি।"
কবির সিং (Kabir Singh) ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল শাহিদ কাপুরকে। এবার অভিনেতাকে জার্সি (Jersey) ছবিতে দেখা যাবে। এটি একজন প্রতিভাবান ব্যর্থ ক্রিকেটারের কাহিনী। যিনি ফের একবার ময়দানে নেমে ভারতের ও নিজের ছেলের হয়ে খেলবেন। করোনা পরিস্থিতিতে বলিউডের বহু সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে। শাহিদের নতুন সিনেমা মুক্তির পর দর্শক মনে কতটা জায়গা করে তা সময় বলবে।