২০১৫ সালে শাহিদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মীরা রাজপুত। দু'জনের বয়সের ব্যবধান ১৩ বছর। বিয়ের সময় মীরার বয়স ছিল মাত্র ২০। যা নিয়ে সেই সময়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছিল নেটিজেনদের মধ্যে। যদিও সে বিষয়ে খুব একটা কান দেননি শাহিদ এবং মীরা। ২০১৬-তে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন মীরা। মেয়ের নাম দেন মিশা (Misha Kapoor)। এরপর ফের ২০১৮ সালে দ্বিতীয় সন্তানের মুখ দেখেন শাহিদ-মীরা। মীরার জন্মদিনের ঠিক দু'দিন আগেই এই তারকা দম্পতির ঘর আলো করে আসে জেইন।
advertisement
সম্প্রতি মীরা আরও একটি Instagram Story আপলোড করেছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছে মিশা এবং জেইন তাঁদের মায়ের জন্য স্যালাড বানিয়েছে। ক্যাপশনে শাহিদপত্নী লিখেছিলেন, বাচ্চারা আমায় নিজেদের হাতে স্যালাড বানিয়ে খাইয়েছে। নিশ্চয়ই আমি কিছু ভালো করেছি। লেখার পাশে আবার রেড হার্টের একটি ইমোজি দিয়েছিলেন তিনি। দিনকয়েক আগে একটা হার্ট শেপের হোমমেড চকোলেট কেক কেটে দুই সন্তানের সঙ্গে মাদার্স ডে সেলিব্রেট করেছিলেন মীরা। শুধু তাই নয়, মিশা এবং জেইন একটি কার্ড বানিয়েছিল তাদের মায়ের জন্য। ক্যাপশনে মীরা লিখেছিলেন, আমার সমগ্র হৃদয় তোমাদের জন্য। আর এর থেকে একটা ছোট্ট টুকরো বাবার জন্য। আপাতত এই ভাবেই ভরা সংসার নিয়ে বেশ সুখেই কাটাচ্ছেন শাহিদ এবং মীরা।