TRENDING:

৬ দিনেই ১২০ কোটির ব্যবসা করলো 'কবীর সিং'! ১৬ বছর পর সফল হলেন শাহিদ কাপুর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শাহিদ কাপুর। বলিউডের এই নায়ক সবার থেকে একটু আলাদা। শাহিদ সব সময়ই খুব ভাল অভিনয় করেন। সে যেমন ছবিই হোক না কেন শাহিদের অভিনয় কিন্তু সব সময় প্রাণবন্ত। ২০০৩ সালে 'ইস্ক ভিস্ক' ছবি দিয়েই বলিউডে হিরো হিসেবে এন্ট্রি হয় শাহিদের। যদিও এর আগে 'দিল তো পাগল হ্যায়' ও 'তাল'-এ নাচের দৃশ্যে কাজ করেছেন তিনি। তবে সে সময় তাঁর বয়স একেবারেই কম। প্রথম ছবিতেই তিনি পেয়েছিলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। নিজের অভিনয়ের জাত তিনি প্রথম ছবি থেকেই চেনাতে শুরু করেছিলেন। কিন্তু তাঁর কোনও ছবিই বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করেনি। যদিও 'পদ্মাবত' ১০০ কোটি ছাড়িয়েছিল। কিন্তু সেই ছবিতে তিনি একাই নায়ক ছিলেন না। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংও ছিলেন। তাই এই ছবির সাফল্যকে শাহিদের একার সাফল্য বলা যায় না। তবে নানা সমালোচনা সত্ত্বেও বলিউড তারকা শহিদ কাপুরের সাম্প্রতিক সিনেমা 'কবির সিং' বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে মাত্র ৫ দিনেই। মুক্তির ষষ্ঠ দিনেও টিকেট বিক্রির ধুম। সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত এ ছবির নায়িকা 'লাস্ট স্টোরিস' খ্যাত কিয়ারা আদভানি। মুক্তির ছয় দিনে মোট সংগ্রহ দাঁড়াল প্রায় ১২০ কোটি। 'নারীবিদ্বেষী', 'পুরুষতান্ত্রিক' সিনেমা আখ্যা দিয়ে অনেকেই কঠোর সমালোচনা করলেও বক্স অফিসে এর প্রভাব পড়ল না। শাহিদ একাই ছুঁয়ে ফেললেন ১০০ কোটির বক্স।
advertisement

এ বছর বক্স অফিসে ১০০ কোটি আয় করতে অক্ষয় কুমারের 'কেসারি'র লেগেছে সাত দিন। রণবীর সিংয়ের 'গাল্লি বয়'-এর লেগেছে আট দিন ও কমেডি ড্রামা 'টোটাল ধামাল'-এর লেগেছে নয় দিন। অন্যদিকে, মাত্র চার দিনেই ১০০ কোটি রুপি আয় করেছে সালমান খানের 'ভারত', যদিও 'কবির সিং'-এর চেয়ে এক হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শতকোটির ক্লাবে পৌঁছাতে শহিদ কাপুরের 'কবির সিং'-এর লেগেছে মাত্র পাঁচ দিন। গত ২১ জুন ভারতের তিন হাজার ১২৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় 'কবির সিং'। সন্দীপ রেড্ড বাঙ্গা পরিচালিত তেলেগু হিট 'অর্জুন রেড্ডি'র হিন্দি ভার্সন এ ছবি। প্রথমবারের মতো পরিচালক সন্দীপের সঙ্গে কাজ করলেন শহিদ কাপুর। ভক্তদের তুমুল সাড়া পাওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহিদ। এই ছবিতে প্রেমিকা প্রীতির (কিয়ারা) অন্যত্র বিয়ের পর ছন্নছাড়া হয়ে যায় কবির সিং (শহিদ)। এরপর আত্মবিধ্বংসী পথ বেছে নেয় কবির। সারাক্ষণ মদ আর ধূমপানে আসক্ত হয়ে পড়ে। হয়ে পড়ে আত্মনিয়ন্ত্রণহীন। ট্রেইলারে রাগান্বিত শহিদকে দেখা গেছে। মারপিটের দৃশ্যও রয়েছে। অন্যদিকে, কিয়ারা স্নিগ্ধ। শহিদ ও কিয়ারার চুমুর দৃশ্যও ঝড় তুলেছে। ছবির গল্পে শাহিদই প্রধান চরিত্র। তাঁর অভিনয়ই মুগ্ধ করেছে দর্শককে। তবে এই ছবিই প্রথম নয় শাহিদ অভিনীত 'হায়দার' হোক বা 'কামিনে' বা ' উড়তা পঞ্জাব' সব ছবিতেই অসম্ভব ভাল কাজ করেছেন শাহিদ। প্রশংসাও পেয়েছেন। তবে কখনই ভাল ব্যবসা করলেও ১০০ কোটির বক্স ছুঁতে পারেননি। 'কবীর সিং' তাঁর জীবনের প্রথম ছবি যেখানে মাত্র ৫ দিনেই ১২০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবে এই জায়গায় আসতে শাহিদের সময় লাগলো ১৬ বছর। কেরিয়ার শুরুর ১৬ বছর পর তাঁর কোনও ছবি এত ভাল ব্যবসা করলো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
৬ দিনেই ১২০ কোটির ব্যবসা করলো 'কবীর সিং'! ১৬ বছর পর সফল হলেন শাহিদ কাপুর