আরও পড়ুন-জুহু বিচ-এ একাধিক পাবলিক বায়ো টয়লেট বানিয়ে দিলেন অক্ষয় কুমার
এইমুহূর্তে ইরফান খান লন্ডনে। তাঁর চিকিৎসা চলছে। কাজেই, ছবির প্রোমোশনে থাকতে পারবেন না। আর এই নিয়েই, চিন্তায় ছিলেন ছবির প্রযোজনা সংস্থার আধিকারিকরা। প্রধান প্রোটাগনিস্ট-এর অনুপস্থিতিতে কীভাবে সম্ভব হবে ছবির প্রোমোশন ? সেক্ষেত্রে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার কথাই ভাবছিলেন তাঁরা। কিন্তু তেমনটা চাইছিলেন না 'টিফিনবক্স' স্টার।
advertisement
আরও পড়ুন-সামনে এল সলমনের 'রেস থ্রি'র লিক হয়ে যাওয়া ফুটেজ-এর নেপথ্যে থাকা আসল সত্য
আর ইরফানের ইচ্ছের কথা জানতে পেরেই, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন 'খানদানি খান'-এরা! ঘোষণা করলেন, ছবি প্রচারে কোনও খামতি থাকবে না। প্রোমোশনের যাবতীয় দায়িত্ব তাঁদের। ছবির স্পেশাল স্ক্রিনিং-ও করবেন তাঁরা।
২০১৪-র টক শো 'আপ কী আদালত'-এ প্রথম ও শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল সলমন, আমির আর শাহ রুখ-কে। আবার ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে।
'ব্ল্যাকমেল' কমেডি ড্রামা। ইরফানের সঙ্গে রয়েছেন কৃতী কুলহারি, দিব্যা দত্ত, অরুনোদয় সিং।
আরও পড়ুন-করিনাকেই বিয়ের খবর সবার আগে জানিয়েছিলেন শাহিদ