প্রথম ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে আত্মপ্রকাশ করলেন সুহানা ৷ প্রথম আবির্ভাবেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি ৷ শুধু তাক লাগানোই নয়, সিনিয়রদের দিকে রীতিমতো চ্যালেঞ্জও ছুঁড়ছেন বি-টাউনের নতুন এই সেনসেশন ৷ গতকাল শাহরুখ খানের হাত ধরেই প্রকাশিত হয় ‘ভোগ’-এর নতুন এই সংখ্যা ৷ ‘ম্যাগাজিন অ্যাওয়ার্ড শো’-তে মেয়ের সেই ছবি হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কিং খান ৷ বলেন, ‘‘ওঁকে আবার আমার হাতের মধ্যে ধরতে পেরেছি, থ্যাঙ্ক ইউ ভোগ ইন্ডিয়া ৷ তোমাকে আমার অনেক আদর আর ভালবাসা... হ্যালো সুহানা খান ৷’
advertisement
আরও পড়ুন: না, নিক জোনসের জন্য নয়, এই কারণে ‘ভারত’ ছেড়েছেন প্রিয়াঙ্কা
শুধু তাই নয়, সুহানা সম্বন্ধে বলতে গিয়ে বলিউডের বাদশা জানান, তিনি খুবই ভাগ্যবান যে জীবনে বহু ভাল নারীর সঙ্গ পেয়েছেন ৷ তিনি আশাবাদী, সুহানাও সেই দলে যোগ দেবে ৷ এসআরকে বলেন, ‘‘সুহানা এখন ১৮, লাভলি, সেনসেটিভ, স্যুইট..খুব লাজুক, আবার খুব দৃঢ় ৷ আমি তখনই তাঁর প্রতি গর্বিত হই, যখন সে নিজেকে নিয়ে গর্ব অনুভব করে ৷’’