এরপর অনেক জুটিই তৈরি হয়েছে। যেমন দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুর, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট-সিদ্ধার্থ মালহোত্রার মতো অনেক জুটিই তৈরি হয়েছে, কিন্তু শাহরুখ কাজলের জায়গা কেউ নিতে পারেনি। তবে শাহরুখ খান বলেছেন, তাঁদের জুটির জায়গা নিতে পারে একমাত্র তাঁর ছেলে আব্রাম ও ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন। যদিও কাজল এই কথা একেবারেই মেনে নেননি। বলেছেন, "আব্রাম অনেকটাই ছোট আরাধ্যার থেকে।" যদিও শাহরুখ বলেছেন, "ভালবাসার কোনও বয়স হয় না।" অমিতাভ বচ্চন এই কথা শুনে বলেছেন, "মুখে ঘি মধু আর দুধমালাই পড়ুক। আমি চাই ওর ইচ্ছেটা সত্যি হোক।"
advertisement
Location :
First Published :
June 13, 2020 11:40 PM IST