জাভেদ আখতার ও শাবানা আজমি গাঁটছড়া বাঁধেন ১৯৮৪ সালে। ৩৬ বছর হয়ে গেল তাঁরা একসঙ্গে আছেন। প্রায়ই জাভেদ আখতারের সঙ্গে ছবি শেয়ার করেন তিনি। একবার তাঁদের সুখী বৈবাহিক জীবনের রহস্যও সামনে এনেছিলেন শাবানা। ২০১৬ সালে এক সংবাদমাধ্যমে শাবানা বলেছিলেন যে, তাঁর সুখী দাম্পত্যের কারণ হল, তাঁদের কখনও দেখাই হয় না।
advertisement
তিনি বলেছিলেন, "রহস্যটা হল আমি ও জাভেদ মিট করি না। তাই ঝগড়া হাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? মেয়েরা আমায় বলে, এত রোম্যান্টিক গান লেখেন এমন একজনের সঙ্গে আপনার বিয়ে হয়েছে। কী রোম্যান্টিক উনি! কিন্তু আমি বলি, জাভেদের শরীরে একটাও রোম্যান্টিক হাড় নেই।"
আরও পড়ুন- 'টাইগারকে করিনা কাপুরের মতো দেখতে?' ক্ষোভ উগড়ে দিলেন জ্যাকি শ্রফ
জাভেদ সম্পর্কে শাবানা বলছেন, "ওর যুক্তি হল, যাঁরা সার্কাস করেন তাঁরা কি বাড়িতেও সার্কাস করেন? আমাদের সম্পর্কে রোম্যান্টিক কিছু নেই। কিন্তু আমাদের পারষ্পরিক শ্রদ্ধা আছে ও বন্ধুত্ব আছে। কিছু ক্ষেত্রে ও আমার বাবার মতো। আমরা দুজনেই একই রকম আবহে বড় হয়েছি। আমাদের অ্যারেঞ্জড ম্যারেজও হতে পারত।" জাভেদ আখতারও শাবানা সম্পর্কে বলেছেন, "শাবানা আমার খুব ভালো বন্ধু। বিয়ের পরেও আমাদের বন্ধুত্ব নষ্ট হয়নি। আমরা বন্ধু। আমাদের দৃষ্টিভঙ্গি এক রকম।"
শাবানার বাবা ছিলেন একজন উর্দু কবি কাইফি আজমি আর তাঁর মা শওকাত আজমি হলেন থিয়েটার অভিনেত্রী। শাবানা অঙ্কুর, অর্থ, কান্দাহার, পার, ও গডমাদার ছবির জন্য পাঁচটি জাতীয় পুরস্কার পেয়েছেন। শেষ শাবানাকে দেখা গিয়েছে শির কুরমা ও দ্য এম্পায়ার-এ।
আরও পড়ুন- ৮৪ বছরের বৃদ্ধাকে ৩০ মিনিটের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ! তারপর যা হল