তা, ওসবে অবশ্য বিদ্যুতের মতো প্রতিভাবান ব্যক্তির কিছু যায়-আসে না। কেন না, তিনি বেশ খোশমেজাজেই রয়েছেন নিজের জগতে। একেবারে ছোট থেকেই তিনি মার্শাল আর্ট কালারিপায়াত্তু রপ্ত করেছেন, যার একনিষ্ঠ সাধনা সম্প্রতি তাঁকে সারা বিশ্বের প্রথম সারির মার্শাল আর্টিস্টদের মধ্যে ঠাঁই করে দিয়েছে। তাঁর এই গুণের জোর এতটাই পোক্ত যে এই ব্যাপারে বলিউডের স্টার কিডদের তাঁর ধারে-কাছেও যাওয়ার উপায় নেই। তবে, বিদ্যুৎ নিজের এই প্রতিভা বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখেননি। যাঁরা তাঁকে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভাবে ফলো করেন, তাঁরা জানেন যে কালারিপায়াত্তুর নানা কৌশলের ভিডিও তিনি প্রায়ই আপলোড করে থাকেন তাঁর Instagram আর YouTube চ্যানেলে। এবারেও তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এল। যদিও তা নিছক মনোরঞ্জনের জন্য নয়, এর নেপথ্যে রয়েছে এক গভীর বার্তা।
advertisement
বিদ্যুৎ এবার সরব হয়েছেন পুরুষের যৌনজীবন নিয়ে। তিনি জানিয়েছেন যে দেশে দশজনের মধ্যে একজন পুরুষ লিঙ্গশৈথিল্যের সমস্যায় ভোগেন। কিন্তু অনেকেই এই সমস্যা নিয়ে বিব্রত হয়ে থাকেন, কথা বলতে সাহস পান না। তাঁদের জন্য বিদ্যুৎ এবার কালারি সূত্র নামে এক বিশেষ ধরনের যোগাসনের প্রশিক্ষণ দিচ্ছেন। কী ভাবে নিয়মিত যোগাসন করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়়বে এবং পেলভিক ফ্লোরে যৌন শক্তি ফিরে আসবে, তা দেখিয়ে দিয়েছেন তিনি। তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহেই প্রশংসার দাবি রাখে, কেন না সমাজ যৌন সমস্যার বিষয়টি যতটা পারে এড়িয়ে চলে। সে কথার উল্লেখও করেছেন বিদ্যুৎ, জানিয়েছেন যে এবার যৌন স্বাস্থ্য নিয়ে সরাসরি কথা বলার সময় এসেছে!
