TRENDING:

'গলি বয়'-এর সিক্যুয়েলে থাকছেন আলিয়া-র‍ণবীর!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: চলতি বছর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে জোয়া আখতার পরিচালিত 'গলি বয়'। ছবিতে আলিয়া এবং রণবীর সিং-কে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। পাশাপাশি ছবিতে ছিলেন কোয়েচলিন, সিদ্ধান্ত চতুর্বেদী, বিজয় রাজ সহ আরও অনেকে। ছবিতে রণবীর বস্তিতে থাকা একজন নিম্ন মধ্যবিত্ত যুবক। ছবিতে তাঁর দেখা মিলেছে একজন র‌্যাপারের চরিত্রে। র‌্যাপ গায়ক রণবীরকে বিপরীতে রয়েছে আলিয়া। দর্শকের মনে এই ছবি জায়গা করে নিয়েছে। রণবীর সিংয়ের অভিনয় মন কেড়েছে সকলের। এই ছবি ব্যবসাও করেছে বেশ ভাল। তারপর এই ছবির সিক্যুয়েল বানাবার কথা ভেবেছেন পরিচালক জোয়া আখতার। জোয়া জানিয়েছেন ইতিমধ্যেই ছবির ভাবনা চিন্তা সেরে ফেলেছেন তিনি। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ছবির কাজ।
advertisement

জোয়া জানিয়েছে, "আমার সহ লেখিকা রীমা কাগতি এবং আমি দুজনেই মনে করি দেশের হিপ-হপ কালচার নিয়ে আরও অনেক কিছু বলার বাকি রয়েছে । কাজেই এই থিমের আরও একটি ছবির পরিকল্পনা করা হয়েছে। স্ক্রিপ্টও লেখাও হয়ে গিয়েছে।" উল্লেখ্য 'গলি বয়'-ই জোয়ার প্রথম ছবি যেখানে তাঁর ভাই ফারহান আখতারের দেখা মেলেনি। জোয়ার কথায় "আমরা দুজনেই দুঃখিত, ফারহান কোনওভাবেই এই ছবিতে মানানসই হয়নি।" তবে ছবি-তে কেকে থাকছেন। এবং পরের ছবিতেও অভিনয় করতে দেখা যাবে আলিয়া ও র‍ণবীরকেই। দুজনেই পরের ছবিতেও জোয়ার সঙ্গে কাজ করতে রাজি। আর একবার এই জুটি যে কামাল করবে তা ভালই বোঝা যাচ্ছে।

advertisement

আরও ভিডিও দেখুন ---

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
'গলি বয়'-এর সিক্যুয়েলে থাকছেন আলিয়া-র‍ণবীর!