বলিউডে #MeToo ঝড়ে নাম জড়িয়েছে একাধিক পরিচালক, প্রযোজক থেকে শুরু করে বেশ কয়েকজন অভিনেতা থেকে শুরু করে প্রযোজক, পরিচালক ৷ তবে, এ বার বলিউডে অন্য হাওয়া ৷ #MeToo বিতর্ক এড়াতে এ বার বিশেষ উদ্যোগ নিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। মহিলা শিল্পীদের সুরক্ষার কথা ভেবে তিনি এবং প্রযোজক অরিত্র দাস যৌথভাবে তাঁদের ছবির শুটিংয়ে ‘ইন্টিমেসি সুপারভাইজার’নিয়োগের সিদ্ধান্ত নিলেন৷ সুপারভাইজার' নিয়োগের প্রথা হলিউডে আগে থেকেই রয়েছে। তবে বলিউডে এই প্রথমবার এমন পদক্ষেপ করা হল।
advertisement
বহুদিন পর ফের কাজে ফিরেছেন বলি অভিনেত্রী সেলিনা জেটলি ৷ রামকমল মুখোপাধ্যায় পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতে আনতে চলেছেন নতুন ছবি ‘সিজনস গ্রিটিংস’৷ এই ছবিতেই অভিনয় করছেন সেলিনা ৷ তাঁর যাতে কোনও অবাঞ্ছিত মুহূর্তের সাক্ষী না হতে হয় ৷ তাই এই বিশেষ উদ্যোগ নিলেন এই বাঙালি পরিচালক ৷ ছবিতে আজহার খানের সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছ সেলিনার ৷ আর তিনি নাকি রামকমলকে 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগ করার কথা বলেছিলেন ৷
'ইন্টিমেসি সুপারভাইজার'-এর কাজটা কী? শ্য়ুটিং চলাকালীন চুম্বন, আলিঙ্গল থেকে শুরু করে বিভিন্ন ঘনিষ্ঠ দৃশ্য়ে অভিনয়ের সময় অভিনেত্রীরা কখনও অস্বস্তি বোধ করতেই পারেন। এমনকী শ্য়ুটিংয়ের সময় পরিচালকের কোনও ব্য়বহারেও সমস্য়া তৈরি হতে পারে। যা ভবিষ্যতে #MeToo-র আকার নিতে পারে। এই বিষয়টি যাতে না ঘটে, সে কারণেই শ্যুটিং ফ্লোরে এই 'ইন্টিমেসি সুপারভাইজার' রাখা হয়ে থাকে। যিনি শ্যুটিংয়ের সময় গোটা ঘটনার উপর নজরদারি চালাবেন। কারও কোনও বিষয়ে কোনও আপত্তি রয়েছে কিনা সে বিষয়টি খেয়াল রাখবেন।।