TRENDING:

NCB হেড কোয়ার্টারে আনা হল শৌভিককে, স্যামুয়েলের মুখোমুখি বসিয়ে হবে জেরা

Last Updated:

সূত্রের খবর, গত কয়েকদিনে যে ক’জন মাদক কারবারীকে এনসিবি গ্রেফতার করেছে, তাদের সামনে শৌভিক ও স্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 ARUNIMA DEY
advertisement

#মুম্বই: এনসিবি হেড কোয়ার্টারে এ বার রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। আগেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে স্যামুয়েল মিরান্ডাকে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে তাদের, বলে সূত্রের খবর। রিয়া-শৌভিকের ফোন ও ল্যাপটপ বাজিয়াপ্ত করেছেন এনসিবি কর্তারা।

শুক্রবার সকালেই এনসিবি-র অফিসাররা দু ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানোর পর আটক করেছে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। এ দিন সকালে স্যামুয়েলের বাড়িতে হানা দেয় এনসিবির দল। মাদক চক্রে নাম উঠে এসেছে তার। শৌভিক চক্রবর্তীর হাত ধরেই মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার যোগাযোগ হয়, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে রিয়া ও শৌভিক চক্রবর্তীর বাড়িতেও রেড চালাচ্ছে এনসিবি। কে পি মালহোত্রার নেতৃত্বে চলছে এই তল্লাশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুশান্ত মৃত্যুর তদন্তে নেমে মাদক যোগ পাওয়ার পরই তদন্তে যুক্ত হয় এনসিবি৷ রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলাও করেছে তারা৷ ইতিমধ্যে রিয়ার ভাই শৌভিকের পরিচিত কয়েকজন মাদক কারবারীকে গ্রেফতারও করেছে এনসিবি৷  সূত্রের খবর, সুশান্ত মৃত্যু মামলার তদন্তে নামার পর গত কয়েকদিনে যে কয়েকজন মাদক কারবারীকে এনসিবি গ্রেফতার করেছে, তাদের সামনে রিয়ার ভাই শৌভিক ও স্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে জেরাকরা হবে৷ সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত কিছু তথ্য পাওয়া যায় কিনা, সেই লক্ষ্যেই এ দিন অভিযান চালানো হয়েছে বলে খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
NCB হেড কোয়ার্টারে আনা হল শৌভিককে, স্যামুয়েলের মুখোমুখি বসিয়ে হবে জেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল