TRENDING:

বাড়িতে নিয়ে আসতে হবে বান্ধবীদের, সলমনকে নাকি এমনই কড়া নির্দেশ দিয়েছেন সেলিম !

Last Updated:

একের পর এক হেভি ওয়েট নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ৷ সেই সম্পর্কের জলও গড়িয়েছে অনেকদূর ৷ কখনও সঙ্গীতা বিজলানি, কখনও ঐশ্বর্য রাই বচ্চন, কখনও আবার ক্যাটরিনা কাইফ ৷ সম্প্রতি শোনা যাচ্ছে, রোমানিয়ান টিভি প্রেজেন্টার য়ুলিয়া ভান্তুরের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তাঁর বান্ধবীর লিস্টটা নেহাত কম লম্বা নয় ৷ তাঁর লভ লাইফ নিয়ে চর্চাও কম নয় ৷ ৫২ বছর বয়স হয়ে গেল, এখনও বড় পর্দায় দিব্যি হিরো সেজে নেচে-গেয়ে মাত করেন তিনি ৷ এক ঘুষিতে শুইয়ে দেন ১০টা ভিলেনকে ৷ এ হেন সলমন খানের বান্ধবীদের নিয়েও যে ভক্তদের প্রবল উত্তেজনা থাকবে সেটাই তো স্বাভাবিক ৷ তবে ফ্যানদের কখনও নিরাশ করেননি তিনি ৷
advertisement

একের পর এক হেভি ওয়েট নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ৷ সেই সম্পর্কের জলও গড়িয়েছে অনেকদূর ৷ কখনও সঙ্গীতা বিজলানি, কখনও ঐশ্বর্য রাই বচ্চন, কখনও আবার ক্যাটরিনা কাইফ ৷ সম্প্রতি শোনা যাচ্ছে, রোমানিয়ান টিভি প্রেজেন্টার য়ুলিয়া ভান্তুরের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি ৷ কিন্তু তাতে সুরাহা হয়নি তেমন ৷ কারণ এখনও তিনি হ্যাপিলি সিঙ্গল ৷ কবে যে বিয়ের পিঁড়িতে বসবেন তাও জানা নেই ৷

advertisement

আরও পড়ুন: রণবীর সিংয়ের বোনের জন্মদিন, পার্টিতে দেখা গেল দীপিকাকে

এদিকে সলমন নিজেই জানালেন, তাঁর বান্ধবীদের নিয়ে বাবা সেলিম খানের নির্দেশের কথা ৷ সেলিম নাকি সলমন ও তাঁর ভাইদের উপর বান্ধবীদের বাড়িতে নিয়ে আসার নির্দেশ দিয়ে রেখেছেন ৷ সেলিমের হুকুম, বান্ধবীদের বাড়িতে নিয়ে এসে পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে হবে৷

advertisement

আরও পড়ুন: শাহরুখের পথই বাছলেন সুহানা, এবার আসতে চলেছে বলিউডে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি ‘১০ কা দম’-এর এক অতিথির সঙ্গে এ বিষয়ে কথা বলছিলেন ভাইজান ৷ দেশের অনেক যুগলই পার্কে বা রাস্তাঘাটে একসঙ্গে সময় কাটায় ৷ অনেক সময় এই ‘অপরাধে’ তাঁদের মার খেতেও হয় ৷ তাঁদের হয়তো ছোট্ট বাড়িতে অনেকে থাকেন, হোটেল বুক করার পয়সাও নেই তাঁদের ৷ সে করণেই রাস্তায় দেখা করতে বাধ্য হন তাঁরা ৷ কিন্তু সেলিম খান সব সময়ই তাঁর ছেলেমেয়েদের বাড়িতে তাঁদের বিশেষ বন্ধুদের নিয়ে আসার স্বাধীনতা দিয়েছেন ৷ সলমন বলেন, তাঁদের বাড়িতে এমনই নিয়ম ৷ যদি কেউ পছন্দের মানুষকে খুঁজে পায়, তাঁকে বিয়ে করতে চায়, তাহলে সেই কথা সবার আগে বাবা-মাকে জানাতে হবে ৷ তাঁরা ছেলেমেয়ের সিদ্ধান্তের উপর ভরসা করেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাড়িতে নিয়ে আসতে হবে বান্ধবীদের, সলমনকে নাকি এমনই কড়া নির্দেশ দিয়েছেন সেলিম !