TRENDING:

পাঁচ বছর পর কামব্যাক সুস্মিতা সেনের ! 'আরিয়া' দেখে মুগ্ধ সলমন খান ! করলেন প্রশংসা !

Last Updated:

সকলকে তিনি 'আরিয়া' দেখতে অনুরোধও করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ১৯৯৪ সাল। ছিপছিপে সুন্দরী মিষ্টি মেয়েটার বুদ্ধিদীপ্ততা ও সৌন্দর্যে মাতাল হয়েছিল গোটা দুনিয়া। মিস ইউনিভার্সের মুকুট তাঁর মাথায়! তিনি সু্স্মিতা সেন। মডেলিং, বিজ্ঞাপন, ১৯৯৬ সালে 'দস্তক' ছবি দিয়ে বলিউডে পা। একের পর এক ছবি। এর পর ১৯১৫তে 'নির্বাক' শেষ ছবি। মাঝ খানে পাঁচ বছর তিনি ছিলেন না ইন্ডাস্ট্রিতে। দুই দত্তক কন্যার সিঙ্গল মাদার তিনি। ফের পাঁচ বছর কাজে ফিরেও সমান দক্ষ অভিনেত্রী তিনি। 'আরিয়া' ওয়েব সিরিজে ফিরলেন তিনি। তাঁর অভিনয় দেখে মুগ্ধ গোটা সিনেমা জগত। কেন ছিলেন না এতদিন তিনি ? এ প্রশ্ন উঠে আসছে বার বার।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সুস্মিতার ফিরে কামব্যাককে প্রশংসায় ভরিয়েছেন অনেকেই। এবার 'আরিয়া'র প্রশংসায় মাতলেন সলমান খান। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকেই বলেছেন সলমনও নেপোটিজম করেন। তিনি বলিউডের অনেকের কেরিয়ার নষ্ট করে দিতে চান। যদিও সে সব কথা ধোপে টিকছে না বিং হিউম্যান সলমনের সামনে। বলিউডে কি কখন হয় তা অজানা। এভাবেই ইন্ডাস্ট্রি চলে আসছে। আমরা অভিনেতাদের বিচার করি তাঁদের কাজ ও ছবি দেখে। তিনি কিভাবে কাজটা পেলেন তা বিচার করা আমাদের পক্ষে সম্ভব না। তাই এসব কথা চলবে, সিনেমাও সুপারহিট হবে। কিন্তু সলমন নিজেকে আটকাতে পারলেন না 'আরিয়া'য় সুস্মিতার অভিনয় দেখে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি বললেন, 'পাঁচ বছর পর কামব্যাক সুস্মিতার। এত ভাল অভিনয় ভাবা যায় না। বলিউডের নতুন হিরো হয়ে ফিরলেন তিনি। একটা এপিসোড দেখার পর নিজেকে আটকানো মুশকিল, যতক্ষণ না বাকি সবকটা 'আরিয়া'র এপিসোড দেখা হচ্ছে। কি অসাধারণ সংলাপ।" সকলকে তিনি 'আরিয়া' দেখতে অনুরোধও করলেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
পাঁচ বছর পর কামব্যাক সুস্মিতা সেনের ! 'আরিয়া' দেখে মুগ্ধ সলমন খান ! করলেন প্রশংসা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল