সুস্মিতার ফিরে কামব্যাককে প্রশংসায় ভরিয়েছেন অনেকেই। এবার 'আরিয়া'র প্রশংসায় মাতলেন সলমান খান। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকেই বলেছেন সলমনও নেপোটিজম করেন। তিনি বলিউডের অনেকের কেরিয়ার নষ্ট করে দিতে চান। যদিও সে সব কথা ধোপে টিকছে না বিং হিউম্যান সলমনের সামনে। বলিউডে কি কখন হয় তা অজানা। এভাবেই ইন্ডাস্ট্রি চলে আসছে। আমরা অভিনেতাদের বিচার করি তাঁদের কাজ ও ছবি দেখে। তিনি কিভাবে কাজটা পেলেন তা বিচার করা আমাদের পক্ষে সম্ভব না। তাই এসব কথা চলবে, সিনেমাও সুপারহিট হবে। কিন্তু সলমন নিজেকে আটকাতে পারলেন না 'আরিয়া'য় সুস্মিতার অভিনয় দেখে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি বললেন, 'পাঁচ বছর পর কামব্যাক সুস্মিতার। এত ভাল অভিনয় ভাবা যায় না। বলিউডের নতুন হিরো হয়ে ফিরলেন তিনি। একটা এপিসোড দেখার পর নিজেকে আটকানো মুশকিল, যতক্ষণ না বাকি সবকটা 'আরিয়া'র এপিসোড দেখা হচ্ছে। কি অসাধারণ সংলাপ।" সকলকে তিনি 'আরিয়া' দেখতে অনুরোধও করলেন।