আরও পড়ুন-'বাহুবলি টু: দ্য কনক্লিউশন'-কে হার মানিয়ে রেকর্ড সৃষ্টি করল 'বাঘি টু'
কিন্তু মাঝখান থেকে হঠাৎ কী হল? বিশ্বস্ত সূত্রে জানা গেল, প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পিগি চপস-কে। তার বদলে সলমনের সঙ্গে রোম্যান্স করবেন আর কেউ নন! বলিটাউনের 'বার্বি গার্ল' ক্যাটরিনা কেফ।
advertisement
এরআগে, আলি আব্বাস-এর ব্লকবাস্টার 'টাইগার জিন্দা হ্যায়'তেও সলমনের কো-স্টার ছিলেন ক্যাট। 'ভারত' এই জুটির অষ্টমতম প্রজেক্ট।
আরও পড়ুন-অাইপিএল-এ পারফর্ম করছেন না রণবীর, অফার হৃতিকের কাছে
প্রিয়াঙ্কা চোপড়া এখন আয়ারল্যান্ডে 'কোয়ান্টিকো'-র তৃতীয় সিজন-এর শুটিং করছেন। ২৬ এপ্রিল থেকে শুরু হবে তৃতিয় সিরিজ-এর স্ক্রিনিং। তবে, 'ভারত'-এ দেখা না গেলেও, কল্পনা চাওলা'র বায়োপিক-এ কাজ করছেন প্রিয়াঙ্কা। খবর- 'মার্গারিটা উইথ আ স্ট্র'-র পরিচালক সোনালী বসুর আগামী ছবিতেও রয়েছেন তিনি। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। প্রযোজক রনি স্ক্রুওয়ালা ও সিদ্ধার্থ রয় কাপুর।