বলিউড লকডাউনের মধ্যে দেশের দরিদ্র মানুষদের সাহায্য করতে নানাভাবে এগিয়ে এসেছে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়ে প্রশংসা কুড়িয়েছেন সোনু সুদ। রনিত রায়ও অনেকদিন ধরে ১০০টি দরিদ্র পরিবারকে সাহায্য করছেন। সাক্ষাৎকারে রনিত জানিয়েছেন, ‘আমার জানুয়ারি মাস থেকে উপার্জন নেই। আমার একটি ছোট ব্যবসা ছিল, সেটাও মার্চ মাস থেকে বন্ধ হয়ে পড়ে আছে। আমার যা আছে, তাই থেকে বিক্রি করে আমি চেষ্টা করছি ১০০ পরিবারকে সাহায্য করতে। দায়িত্ব যখন নিয়েছি, তখন সেটা ছেড়ে যাওয়া উচিত নয়।’
advertisement
তিনি আরও জানিয়েছেন, ‘আমি খুব একটা বড়লোক নই। কিন্তু যে সমস্ত প্রোডাকশন হাউজের ঝাঁ চকচকে অফিস দু’কিলোমিটার দূর থেকেও দেখা যায়, তাঁদের কিছু একটা করা উচিত। এই সময়ে তাঁরা যদি অভিনেতা,
কলাকুশলীদের পাশে এসে না দাঁড়ায়, তাহলে আর কিছু বলার নেই। ৯০ দিন তাঁদের অর্থ দিয়েছেন হয়ত, কিন্তু এখনও তাঁদের টাকার দরকার। ওঁরা না খেয়ে থাকবেন, সেটা তো হয় না।’