TRENDING:

‘সইফের মেয়ে হয়েও সারা হাতজোড় করে কাজ চেয়েছিল’, পুরনো ভিডিওতে ব্যাপক ট্রোলড রোহিত শেট্টি!

Last Updated:

রোহিতের এই ভিডিও ভাইরাল হতেই ফের বলিউডের স্বজনপোষণ বিতর্ক ছাড়িয়ে পড়ে ট্যুইটারে । নেটিজেনরা মারাত্মক চটে যান পরিচালকমশাইয়ের উপর ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের বলিউডে নেপোটিজম বিতর্ক । এ বার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সারা আলি খান আর রোহিত শেট্টি । সম্প্রতি নেট দুনিয়ায় একটি পুরনো ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে । আর সেই ভিডিও থেকেই যত বিতর্কের জন্ম । ভিডিওটি ‘সিম্বা’ ছবির প্রচারের সময়ের । ‘দ্য কপিল শর্মা’ শোয়ে এসে রোহিত শেট্টি এই মন্তব্যটি করেছিলেন সারা আলি খান সম্বন্ধে ।
advertisement

তিনি বলেছিলেন, ‘‘এখন ও স্টার হয়ে গিয়েছে, এখন আর বলতে বাধা নেই । সইফ আলি খান আর অমৃতার মেয়ে হয়েও সারা আমার কাছে এসেছিল । হাতজোড় করে বলেছিল, সিনেমায় চান্স দেওয়ার জন্য । শুনে আমার চোখে জল চলে আসে ।’’

রোহিতের এই ভিডিও ভাইরাল হতেই ফের বলিউডের স্বজনপোষণ বিতর্ক ছাড়িয়ে পড়ে ট্যুইটারে । নেটিজেনরা মারাত্মক চটে যান পরিচালকমশাইয়ের উপর । সকলেই বলতে থাকেন, রোহিতের এই কথার মধ্যে নেপোটিজমের ছাপ স্পষ্ট ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

দেশের এরকম হাজার হাজার প্রতিভাবান ছেলে-মেয়ে রোজ হাতজোড় করছে, অনুনয় বিনয় করছে, কত অনুরোধ করছে, হাতে-পায়ে ধরছে । কিন্তু তাঁদের প্রার্থনা শুনে তো কারও চোখে জল আসে না । আর তাঁদের অভিনয়ের সুযোগও দেওয়া হয় না । সারা নেপো-কিডস বলেই তিনি এই সুযোগ পেয়েছেন ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সইফের মেয়ে হয়েও সারা হাতজোড় করে কাজ চেয়েছিল’, পুরনো ভিডিওতে ব্যাপক ট্রোলড রোহিত শেট্টি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল