তবে বউকে ডিভোর্স দিতে চেয়েছিলেন রিতেশ ! এ কথা শুনেই সবাই চমকে ওঠে। কারণ এই জুটির প্রেম সবার মুখে মুখে ঘোরে। কি এমন হল তবে ! একটি ভিডিওতে রিতেশ বলছেন, ফুলশয্যার রাতেই আমি ওকে ডিভোর্স দিতাম। কারণ আমি বলেছিলাম ঘোমটা সরাও মুখ থেকে। ও বলেছিল, আমি পারবো না নিজেই সরিয়ে নাও। সেদিনই বুঝেছিলাম এ কামচোর।" এই ভিডিওটি বানানোর সময় পাশে বসে রয়েছেন জেনেলিয়া। যদিও তিনি জানেন না, কি বলছেন রিতেশ। ভিডিওটি টিকটকে শেয়ার করেছেন অভিনেতা। পুরো বিষয়টাই মজা করে বলেছেন রিতেশ। মাঝে মধ্যেই এই রকম মজার ভিডিও বানিয়ে ফ্যানেদের উপহার দেন এই অভিনেতা।
advertisement
Location :
First Published :
June 06, 2020 5:10 PM IST