রাজেশ খান্নার পর যাঁর রোম্যান্টিসিজম পর্দায় মুগ্ধ হয়ে দেখতেন দর্শকরা, তিনি কিন্তু নিজেই ধরে রাখতে পারেননি তাঁর যৌবনের প্রেমকে । ঋষিকে ছেড়ে চলে গিয়েছিলেন তাঁর পার্সি গার্লফ্রেন্ড ইয়াসমিন মেহতা ।
১৯৭৩ সালে মুক্তি পায় রাজ কাপুরের ‘ববি’ । লিড রোলে ঋষির প্রথম সিনেমা, বিপোরীতে ডিম্পল কাপাডিয়া। এই ‘ববি’ ছবিতে কিন্তু অভিনয় করার কথা ছিল না ঋষির । কিন্তু সে সময় রাজেশ খান্নাকে কাস্ট করার মতো টাকা ছিল না রাজ কাপুরের । তাই মিষ্টি টিনএজ লভ স্টোরি দেখাতে ঋষির উপরেই ভরসা করেছিলেন পরিচালক । আর ‘ববি’ হল সুপার ডুপার হিট ।
advertisement
ডিম্পল তখন রাজেশ খান্নার ঘরণী । কিন্তু ‘ববি’ মুক্তির পরেই ঋষি আর ডিম্পলের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে । তখনকার বিখ্যাত ফিল্ম ম্যাগাজিন ‘স্টারডাস্ট’-এ সে কথা বড় করে ছাপা হয় । এতেই রাগে, দুঃখে ঋষিকে ছেড়ে চলে যান ইয়াসমিন । পরে ঋষি বলেছিলেন সে কথা । তাঁর কথায়, ‘‘আমি ইয়াসমিনকে ফিরিয়ে আনার সমস্ত রকম চেষ্টা করেছিলাম । কিন্তু সে আর ফেরেনি ।’’
এরপর ১৯৮০ সালের ২২ জানুয়ারি বিয়ে করেন নিতু সিংকে । জন্ম হয় দুই ছেলে মেয়ে ঋদ্ধিমা আর রণবীর কাপুরের । ঋষির শেষ সময়েও তাঁর মৃত্যুশয্যার পাশে ছিলেন স্ত্রী নিতু ।