TRENDING:

দ্বিতীয়বার মা হতে চলেছেন কঙ্গনার দিদি রঙ্গোলি, জানিয়ে দিলেন কন্যা সন্তানের মা হতে চলেছেন তিনি!

Last Updated:

সম্প্রতি সুখবর দিলেন রঙ্গোলি ৷ দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন তিনি ৷ আগে রঙ্গোলি ও তাঁর স্বামী অজয়ের একটি পুত্র সন্তান রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আজকাল প্রয়াশই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসে কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেলের নাম ৷ বোনের জনসংযোগের বিষয়টি পুরোটাই এখন সামলান রঙ্গোলি ৷ অ্যাসিড অ্যাটাক সারভাইভার রঙ্গোলিকে বারবার বি-টাউনের নানারকম অবিচার নিয়ে মুখ খুলতে দেখা যায় ৷ কাউকেই ছেড়ে কথা বলেন না রঙ্গোলি ৷
advertisement

সম্প্রতি সুখবর দিলেন রঙ্গোলি ৷ দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন তিনি ৷ আগে রঙ্গোলি ও তাঁর স্বামী অজয়ের একটি পুত্র সন্তান রয়েছে ৷ ২ বাছর ৩ মাসের সেই খুদের নাম পৃথ্বী ৷ আর এবার মেয়ের মা হতে চলেছেন রঙ্গোলি ৷ তবে এই মেয়ের বায়োলজিক্যাল মা হবেন না তিনি ৷ দত্তক নেবেন এই কন্যাসন্তানকে ৷

advertisement

সম্প্রতি একটি টুইটে রঙ্গোলি লিখেছেন, ‘‘আমার ইতিমধ্যেই একটি সন্তান রয়েছে। আমি আরও একটি সন্তান চাইছিলাম। আমি আর আমার স্বামী (অজয় চান্দেল) সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সমস্ত দম্পতিকেই উৎসাহিত করব সারোগেসির পথে না হেঁটে সন্তান দত্তক নেওয়ার পথে হাঁটতে। সারোগেট সন্তান হয়ত আপনার একান্তই নিজের হবে। তবে আমার মনে হয় যাঁরা ইতিমধ্যেই পৃথিবীতে এসে গিয়েছে, অথচ নিজের ঘর নেই, বাবা-মা নেই তাঁদের কে সেটা দেওয়া উচিত।’’

advertisement

advertisement

রঙ্গোলি আরও লেখেন, ‘‘আমাকে এই বিষয়ে আমার বোন কঙ্গনা উৎসাহিত করেছে ৷ অজয় আর আমি সমস্ত অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করেছি ৷ আশা করছি, আর কয়েক মাসের মধ্যেই আমাদের ছোট্ট মেয়ে আমাদের মধ্যে আসবে ৷ কঙ্গনা আমাদের মেয়ের নাম রেখেছে গঙ্গা ৷ আমরা খুবই ভাগ্যবান যে তাকে আমাদের ঘরে নিয়ে আসতে পারব ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
দ্বিতীয়বার মা হতে চলেছেন কঙ্গনার দিদি রঙ্গোলি, জানিয়ে দিলেন কন্যা সন্তানের মা হতে চলেছেন তিনি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল