এখন বিদ্যা আসতে চলেছেন একেবারে অন্য ভূমিকায়। মনে আছে রাজকুমার ইরানির ছবি 'লাগে রাহো মুন্নাভাই'-এর কথা? সেখানে বিদ্যাকে দেখা গিয়েছিল তিনি রেডিও-তে চাকরি করেন। রেডিওতে তিনি শো করেন। আর সেই গলা শুনেই বিদ্যার প্রেমে পড়েছিলেন মুন্নাভাই। এবার সেরকমই এক ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে। রোজ সোমবার থেকে শুক্রবার বিগ এফএম- শোনা যাবে বিদ্যার গলা। এই শোর নাম 'ধুন বদলকে তো দেখ'। এবার সেই শোয়ের হয়েই বিদ্যা সবার দিকে ছুঁড়ে দিলেন এক নতুন চ্যালেঞ্জ। নাচের স্টেপ করতে বললেন সকলকে। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই পারবেন এই নাচ নাচতে। তারপর শুধু ইনস্টাগ্রামে গিয়ে #@DhunBadalkeToDekho তে ট্যাগ করে দিন। পৌঁছে যাবে সোজা বিদ্যার কাছে। আপনাকে ডেকেও নিতে পারেন বিদ্যা তাঁর রেডিও শো তে। বিদ্যার চ্যালেঞ্জ মেনে নিয়েছেন অনেকেই। রাজকুমার রাও, অদিতি হায়দারির মতো অনেকেই নেচেছেন বিদ্যার মতো করে।--
advertisement
advertisementView this post on Instagram
Think you are upto participating in the simplest dance challenge