জানা গিয়েছে, পর্ন ছবি তৈরি, সেগুলির সংরক্ষণ, আর্থিক লেনদেন, আর কারা যুক্ত-- এমন একাধিক প্রশ্ন নিয়ে কর্মচারীদের মুখোমুখি রাজকে বসানো হবে। রাজের সমস্ত আর্থিক ও বাণিজ্যিক বিষয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বসিয়ে তাঁদেরকে জেরা করা হবে। তারই সঙ্গে, এই পর্ন ব্যবসার টাকা কোনও ভাবে ক্রিকেট বেটিংয়ের ব্যবসায় রাজ লাগাতেন কিনা, তা নিয়েও আলাদা করে তদন্ত শুরু করতে পারে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। সঙ্গে মামলা শুরু করতে পারে ইডিও।
advertisement
শনিবার রাজের 'ভিয়ান ইন্ডাস্ট্রিজ'-এ আরও একবার তল্লাশি চালিয়ে একটি গুপ্ত লকারের সন্ধান পায় মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। সেখান থেকে রাজের ব্যবসা এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত প্রচুর নথি উদ্ধার হয়েছে। অন্যদিকে, রাজ কুন্দ্রার তৈরি 'হটশটস' মোবাইল অ্যাপে কী ধরনের বিষয়বস্তু নিয়ে ছবি দেখা যেত তা সঠিক ভাবে জানেন না শিল্পা শেট্টি। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জেরায় এমনটাই দাবি করেছেন শিল্পা। শিল্পার বরং অভিযোগ লন্ডননিবাসী প্রদীপ বক্সির বিরুদ্ধে, যে সম্পর্কে রাজের শ্যালক হন। এই অ্যাপ নিয়ে তিনিই সবচেয়ে বেশি জানেন ও কাজ করতেন বলে দাবি করেছেন শিল্পা। এরই পাশাপাশি, কামোদ্দীপক ছবি এবং নীলছবি যে এক জিনিস নয় তা জোর দিয়ে প্রমাণ করার চেষ্টাও চালিয়েছেন রাজ-পত্নী।
শুক্রবারের পর শনিবারও শিল্পা শেট্টিকে রাজ কুন্দ্রার পর্ন ফিল্ম ব্যবসার মামলায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শুক্রবার শিল্পাদের বাংলোতে গিয়ে তল্লাশি চালিয়েছিল পুলিশ। বয়ান রেকর্ড করা হয় শিল্পার। সূত্রের খবর, পুলিশের একটি বড় দল এদিন শিল্পাদের বাংলোয় যান এবং সেখানেই রাজ কুন্দ্রার ব্যবসা সম্পর্কে শিল্পাকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।