এদিকে ম্যাজিস্ট্রেট কোর্টে দ্বিতীয়বারও খারিজ হয়েছে স্বামী রাজ কুন্দ্রার জামিনের আবেদন। তাই পর্নকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রা গত শুক্রবারই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার জানা গেল, আগামিকাল (মঙ্গলবার) অভিযুক্তের আর্জি শুনবে উচ্চ আদালত। আপতত মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রয়েছেন রাজ কুন্দ্রা, গত শুক্রবার এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হলে রাজ কুন্দ্রার কাস্টডির মেয়াদ ২৭শে জুলাই পর্যন্ত বাড়িয়ে দেন বিচারক।
advertisement
গত শুক্রবারই শিল্পাকে ৬ ঘণ্টা ধরে জেরা করেছে পুলিশ। রাজের অ্যাপ ‘হটশটস’-এ কী ধরনের ভিডিয়ো প্রকাশ পেত, সেই বিষয়ে অবগত ছিলেন না বলেই জানিয়েছিলেন শিল্পা। বলেছিলেন, সেই অ্যাপের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই। একই সঙ্গে নিজের স্বামীর পক্ষে তাঁর যুক্তি ছিল, যৌন উদ্দীপক ছবি এবং পর্নের মধ্যে পার্থক্য রয়েছে। রাজ পর্ন বানাতেন না বলেই দাবি করেন শিল্পা। মুম্বই পুলিশ জানিয়েছিল, শিল্পা তাঁর স্বামীকে নির্দোষ বলে চিহ্নিত করেন শুক্রবার।
রাজ কুন্দ্রার গ্রেফতারির পর ইতিমধ্যেই রাজ এবং শিল্পার বাড়িতে দু’বার তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। আধিকারিকদের সঙ্গে রাজও সেখানে ছিলেন। পাওয়া গিয়েছে একটি গুপ্ত আলমারি। যেখানে নতুন কিছু চিত্রনাট্য পাওয়া গিয়েছে। তা ছাড়াও তদন্তকারীদের দাবি, সেখান থেকে অঢেল ছবি ও ভিডিয়ো উদ্ধার করা হয়েছে তারকা দম্পতির বাড়ি থেকে।