TRENDING:

Viral Video: ‘‘97 Kisses’’ -ট্রেলর রিলিজেই বাজিমাত, প্রভাস-পূজার Radhe Shyam-র ট্রেলর ভাইরাল

Last Updated:

Viral Video: ভাইরাল হওয়ার কারণ যে নায়ক প্রভাস (Prabhas) তাঁর নায়িকা পূজাকে (Pooja Hegde) জিজ্ঞাসা করছেন এখনও অবধি কটা চুমু খেয়েছেন, তাতে তাঁর সাফ উত্তর ৯৭ টি চুমু ( 97 kisses )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  প্রভাস (Prabhash) ও পূজা হেগড়ে -র (Pooja Hegde) নতুন সিনেমা রাধে শ্যাম আসতে চলেছে৷ বলিউডে ফের একবার কি ধামাল মাচাবেন দক্ষিণের তারকা প্রভাস তাই নিয়ে সকলে উন্মুখ৷ ফ্যানরা ট্রেলর রিলিজ থেকেই আরও উন্মাদনা বেড়েছে৷ রাধে শ্যামের (Radhe Shyam Trailer) প্রতিটা আপডেট জানতে চাইছেন বলিউড সিনেমার ফ্যানরা৷ এই সিনেমার ট্রেলর রিলিজের পর থেকেই তা ভাইরাল ভিডিও৷ এই ভাইরাল ভিডিও ট্রেলর দেখে একেবারে বোল্ড ফ্যানরা৷ ৩ মিনিট ৫ সেকেন্ডের এই ট্রেলর৷ এই রাধে শ্যাম ট্রেলরে (Radhe Shyam Trailer)  রয়েছেন ভরপুর প্রেম, রোমান্স, মিলন, বিচ্ছেদ, ও অ্যাকশন৷ নতুন বছরে ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই ছবি রাধে শ্যাম৷
Bollywood: radhe shyam trailer
Bollywood: radhe shyam trailer
advertisement

রাধে শ্যামের ট্রেলর একদিকে পূজা -প্রভাসের ইউনিক লাভস্টোরি এই সিনেমা৷ দারুণ অভিনেতাদের পাশাপাশি সিনেমার দুর্দান্ত লোকেশানও সকলের নজর কেড়েছে৷ দুর্দান্ত লোকেশন এবং ল্যান্ডস্কেপ এবং একসোটিক লোকেশন সকলকে ইমপ্রেস করছে৷ ভিডিও দেখে সকলে পূজা হেগড়ের সঙ্গে প্রভাসের সঙ্গে সিজলিং কেমিস্ট্রি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সরগরম৷ তাই আপাতত সিনেমা রিলিজের আগে রাধে শ্যাম ট্রেলর এখন ভাইরাল ভিডিও (Viral Video) ৷

advertisement

আরও পড়ুন - IPL 2022 Mega Auction: কখনও Gossip, কখনও Cricket, আইপিএলে কোন দলে খেলতে চান Subhman Gill

এদিক আরও ভাইরাল হওয়ার কারণ যে নায়ক প্রভাস (Prabhas) তাঁর নায়িকা পূজাকে  (Pooja Hegde) জিজ্ঞাসা করছেন এখনও অবধি কটা চুমু খেয়েছেন, তাতে তাঁর সাফ উত্তর ৯৭ টি চুমু ( 97 kisses )৷ এখন দেখে রাধে শ্যামের ট্রেলরের  (Radhe Shyam Trailer)  ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

ফিল্মে প্রভাস (Prabhash) লাভার বয় বিক্রম আদিত্যের চরিত্রে অভিনয় করছেন৷ তিনি হাত দেখে ভবিষ্যত বলতে পারেন৷ তাঁর দেখা হয় প্রেরণা অর্থাৎ  পূজা হেগড়ের  (Pooja Hegde) সঙ্গে৷ তাঁর সঙ্গে প্রেমে পড়ে যান তিনি৷ তবে শুরুতে তিনি বুঝতে পারেননি যে এটা প্রেম , প্রথমে ফ্লার্টিং করছিলেন তিনি৷ কিন্তু শেষ অবধি তিনি সেই মেয়েকে ছাড়া বাঁচতে পারছিলেন না৷ গোটা ছবিতে তাঁদের অদ্ভুত প্রেমের গল্পই বয়ান করা হয়েছে৷ সিনেমায় ভাগ্যশ্রী প্রভাসের মায়ের চরিত্রে গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ফিল্মের নির্দেশক রাধা কৃষ্ণ কুমার এবং তিনি ছাড়া টি সিরিজ ফিল্মস  এবং ইউভি ক্রিয়েশনের উদ্যোগে তৈরি হয়েছে৷ রাধে শ্যাম (Radhe Shyam) একটি বিগ বাজেট ফিল্ম৷ ৩৫০ কোটি টাকার সিনেমা এটি৷ ফিল্ম দ্বিভাষিক৷ একইসঙ্গে হিন্দি ও তেলেগুতে রিলিজ হবে রাধে শ্যাম৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: ‘‘97 Kisses’’ -ট্রেলর রিলিজেই বাজিমাত, প্রভাস-পূজার Radhe Shyam-র ট্রেলর ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল