IPL 2022 Mega Auction: কখনও Gossip, কখনও Cricket, আইপিএলে কোন দলে খেলতে চান Subhman Gill

Last Updated:

কেকেআর (KKR) এই বছরের আইপিএল ২০২২ -র মেগা নিলামের (IPL 2022 Mega Auction) আগেই শুভমান গিলকে (Shubman Gill) রিলিজ করে দিয়েছেন৷

Subhman Gill opens up before IPL 2022 Mega Auction- Photo- AFP
Subhman Gill opens up before IPL 2022 Mega Auction- Photo- AFP
#কলকাতা: তরুণ তুর্কি ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill) ৷ ক্যালেন্ডারের পাতায় বছর ঘুরলেই নতুন আইপিএল মরশুম অর্থাৎ আইপিএল ২০২২ (IPL 2022)৷ আইপিএল ২০২২-র আগে হবে আইপিএলের মেগা নিলাম ২০২২ (IPL 2022 Mega Auction) ৷ শুভমান গিল তাঁর ক্রিকেট থেকে প্রেমজীবন সবকিছু নিয়েই তিনি শিরোনামে৷ দেশের জার্সিতে ক্রিকেট খেলার পাশাপাশি আইপিএলে (IPL) কেকেআরের (KKR) জার্সিতে তিনি ফ্যানেদের পরিচিত মুখ৷ আবার সচিন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে শুভমান গিলের (Subhman Gill) প্রেমের গুপচুপ গসিপও (Gossip) মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়৷ শুভমান গিল জানিয়েছেন তাঁকে যদি অপশন দেওয়া হয় তাহলে চিরকালই কেকেআর -কলকাতা নাইট রাইডার্সের (KKR) জন্যই খেলতে চান৷ গিল এই সময়ে চোট থেকে সেরে উঠছেন তিনি৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার সফর থেকে তিনি বাইরে রয়েছেন৷ কেকেআর (KKR)  এই বছরের আইপিএল ২০২২ -র মেগা নিলামের (IPL 2022 Mega Auction)  আগেই শুভমান গিলকে  (Shubman Gill)  রিলিজ করে দিয়েছেন৷
আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীকে ধরে রেখেছে৷ একসময় শুভমান গিলকে (Shubman Gill)  ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখা হয়েছিল৷ কিন্তু তাঁকেও ছেড়ে দিয়েছে কেকেআর (KKR)৷
২২ বছরের ভারতের তারকা ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছিল কেকেআর (KKR)৷ এছাড়াও রিলিজ হওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, রাহুল ত্রিপাঠি. নীতিশ রাণার মতো ক্রিকেটাররা৷ আইপিএল মেগা নিলাম ২০২২ -র (IPL 2022 Mega Auction)  আগে শুভমান গিল বলেছেন, ‘‘আমার কেকেআর ফ্রাঞ্চাইজির সঙ্গে যেরকম সম্পর্ক সেটা সত্যিই আমার জন্য বিশেষ৷ আপনি যদি কোনও ফ্রাঞ্চাইজির সঙ্গে একবার যুক্ত হন তো আপনি সেই ফ্রাঞ্চাইজির সঙ্গেই যুক্ত থাকতে চাইবেন, সবসময় তার সঙ্গেই খেলতে চাইবেন৷ আমাকে যদি কেকেআরে খেলার অপশন দেওয়া হয় তাহলে আমি সব সময় তাদের জন্যেই খেলতে চাইব৷’’
advertisement
advertisement
আইপিএল ২০১৮ -র আগে শুভমান গিলকে (Shubman Gill) ১.৮ কোটি টাকা দিয়ে আইপিএল নিলামে (IPL Auction) কিনেছিল কেকেআর (KKR)৷  প্রথম মরশুমে ১৩ ম্যাচে ১৪৬.৪০ স্ট্রাইকরেটে ২০৩ রান করেছিলেন৷ কিন্তু এরপর তাঁর স্ট্রাইক রেট কমে গিয়েছিল৷ তাঁর রান তোলার গতি নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছিল৷ এখনও অবধি কেকেআরের জন্য ৫৮ ম্যাচে ১২৩ স্ট্রাইকরেটে ১৪১৭ রান করেছিলেন শুভমান গিল (Subhman Gill)৷ কেকেআরের (KKR) এমডি এবং সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, ‘‘এত ক্রিকেটার রয়েছে যাঁদের আপনি রিটেন করতে চান, কিন্তু এরা এরকম করতে দেয় না৷’’
advertisement
শুভমান গিল (Subhman Gill) আইপিএ ২০২১ এ (IPL) কেকেআরের  (KKR) জার্সিতে ১৭ ম্যাচে ৩ টি অর্ধ শতরান করেছেন৷ আর তাঁর মোট রান ৪৭৮৷ তাঁর স্ট্রাইকরেট ১১৮৷ তিনি নতুন ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ৫০৮ রানের পার্টনারশিপ করেছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022 Mega Auction: কখনও Gossip, কখনও Cricket, আইপিএলে কোন দলে খেলতে চান Subhman Gill
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement