IPL 2022 Mega Auction: কখনও Gossip, কখনও Cricket, আইপিএলে কোন দলে খেলতে চান Subhman Gill

Last Updated:

কেকেআর (KKR) এই বছরের আইপিএল ২০২২ -র মেগা নিলামের (IPL 2022 Mega Auction) আগেই শুভমান গিলকে (Shubman Gill) রিলিজ করে দিয়েছেন৷

Subhman Gill opens up before IPL 2022 Mega Auction- Photo- AFP
Subhman Gill opens up before IPL 2022 Mega Auction- Photo- AFP
#কলকাতা: তরুণ তুর্কি ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill) ৷ ক্যালেন্ডারের পাতায় বছর ঘুরলেই নতুন আইপিএল মরশুম অর্থাৎ আইপিএল ২০২২ (IPL 2022)৷ আইপিএল ২০২২-র আগে হবে আইপিএলের মেগা নিলাম ২০২২ (IPL 2022 Mega Auction) ৷ শুভমান গিল তাঁর ক্রিকেট থেকে প্রেমজীবন সবকিছু নিয়েই তিনি শিরোনামে৷ দেশের জার্সিতে ক্রিকেট খেলার পাশাপাশি আইপিএলে (IPL) কেকেআরের (KKR) জার্সিতে তিনি ফ্যানেদের পরিচিত মুখ৷ আবার সচিন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে শুভমান গিলের (Subhman Gill) প্রেমের গুপচুপ গসিপও (Gossip) মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়৷ শুভমান গিল জানিয়েছেন তাঁকে যদি অপশন দেওয়া হয় তাহলে চিরকালই কেকেআর -কলকাতা নাইট রাইডার্সের (KKR) জন্যই খেলতে চান৷ গিল এই সময়ে চোট থেকে সেরে উঠছেন তিনি৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার সফর থেকে তিনি বাইরে রয়েছেন৷ কেকেআর (KKR)  এই বছরের আইপিএল ২০২২ -র মেগা নিলামের (IPL 2022 Mega Auction)  আগেই শুভমান গিলকে  (Shubman Gill)  রিলিজ করে দিয়েছেন৷
আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীকে ধরে রেখেছে৷ একসময় শুভমান গিলকে (Shubman Gill)  ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখা হয়েছিল৷ কিন্তু তাঁকেও ছেড়ে দিয়েছে কেকেআর (KKR)৷
২২ বছরের ভারতের তারকা ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছিল কেকেআর (KKR)৷ এছাড়াও রিলিজ হওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, রাহুল ত্রিপাঠি. নীতিশ রাণার মতো ক্রিকেটাররা৷ আইপিএল মেগা নিলাম ২০২২ -র (IPL 2022 Mega Auction)  আগে শুভমান গিল বলেছেন, ‘‘আমার কেকেআর ফ্রাঞ্চাইজির সঙ্গে যেরকম সম্পর্ক সেটা সত্যিই আমার জন্য বিশেষ৷ আপনি যদি কোনও ফ্রাঞ্চাইজির সঙ্গে একবার যুক্ত হন তো আপনি সেই ফ্রাঞ্চাইজির সঙ্গেই যুক্ত থাকতে চাইবেন, সবসময় তার সঙ্গেই খেলতে চাইবেন৷ আমাকে যদি কেকেআরে খেলার অপশন দেওয়া হয় তাহলে আমি সব সময় তাদের জন্যেই খেলতে চাইব৷’’
advertisement
advertisement
আইপিএল ২০১৮ -র আগে শুভমান গিলকে (Shubman Gill) ১.৮ কোটি টাকা দিয়ে আইপিএল নিলামে (IPL Auction) কিনেছিল কেকেআর (KKR)৷  প্রথম মরশুমে ১৩ ম্যাচে ১৪৬.৪০ স্ট্রাইকরেটে ২০৩ রান করেছিলেন৷ কিন্তু এরপর তাঁর স্ট্রাইক রেট কমে গিয়েছিল৷ তাঁর রান তোলার গতি নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছিল৷ এখনও অবধি কেকেআরের জন্য ৫৮ ম্যাচে ১২৩ স্ট্রাইকরেটে ১৪১৭ রান করেছিলেন শুভমান গিল (Subhman Gill)৷ কেকেআরের (KKR) এমডি এবং সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, ‘‘এত ক্রিকেটার রয়েছে যাঁদের আপনি রিটেন করতে চান, কিন্তু এরা এরকম করতে দেয় না৷’’
advertisement
শুভমান গিল (Subhman Gill) আইপিএ ২০২১ এ (IPL) কেকেআরের  (KKR) জার্সিতে ১৭ ম্যাচে ৩ টি অর্ধ শতরান করেছেন৷ আর তাঁর মোট রান ৪৭৮৷ তাঁর স্ট্রাইকরেট ১১৮৷ তিনি নতুন ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ৫০৮ রানের পার্টনারশিপ করেছিলেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022 Mega Auction: কখনও Gossip, কখনও Cricket, আইপিএলে কোন দলে খেলতে চান Subhman Gill
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement