সম্প্রতি দীপিকা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁর সঙ্গে ব্যাডমিন্টন খেলতে দেখা গিয়েছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুকে (PV Sindhu on Deepika Padukone)। দু'জনেই বেশ পেশাদারের মতো খেলেছেন অনেকটা সময়। প্রতিদিনের জীবনের একটি দিন বলেই সেই ভিডিওকে ব্যাখ্যা করেছেন দীপিকা। এর পর গতকাল বুধবার ফের একটি ভিডিও শেয়ার করেছেন দীপিকা, যেখানে দেখা গিয়েছে পি ভি সিন্ধু দীপিকার প্রশংসা করছেন। সিন্ধু বলছেন, 'ও যদি ব্যাডমিন্টন খেলত, একজন অন্যতম সেরা খেলোয়াড় হতে পারত।'
advertisement
অন্যদিকে, দীপিকাকে বলতে শোনা গেল, 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের জন্য প্র্যাকটিস করছে ও, আর ওর দাবি তৈরি হওয়ার জন্য আমিই ওর সেরা পার্টনার।' ভিডিওতে দেখা গিয়েছে দু'জনেই বেশ জমিয়ে খেলছেন। তার পর ম্যাচের শেষে হাত মেলাতেও দেখা যায় তাঁদের। কিন্তু শেষ পর্যন্ত কে জিতেছেন তা অবশ্য জানা যায়নি। দীপিকার শেয়ার করা ভিডিওতে অনেক ভক্তই এই প্রশ্ন করেছেন যে, শেষে জয়ী হলেন কে? কিছুদিন আগে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় পি ভি সিন্ধুর সঙ্গে দেখা গিয়েছিল রণবীর সিং ও দীপিকাকে। অলিম্পিকে জয় করা মেডেল তাঁদের দেখিয়েছিলেন সিন্ধু।
আরও পড়ুন: 'দু'জনের জন্য পুল-পার্টি', নেহা ধুপিয়ার জীবনে আবার কে এলেন!
কাজের দিক থেকে দীপিকার হাতে অনেকগুলি প্রজেক্ট রয়েছে। রণবীর সিংয়ের সঙ্গে কপিল দেবের বায়োপিক ৮৩ এখনও মুক্তির অপেক্ষায়। এছাড়াও হৃত্বিক রোশনের সঙ্গে ফাইটার, শাহরুখ খানের সঙ্গে পাঠান ও অমিতাভ বচ্চনের সঙ্গে দ্য ইন্টার্ন-এর কাজ পাইপলাইনে রয়েছে। এছাড়াও নাগ অশ্বিনের একটি ছবিতে বিগ বি ও প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি, স্বামীর সিদ্ধান্তে অনুষ্কার কী প্রতিক্রিয়া?