Anushka Sharma on Virat Kohli T20 Captaincy: টি২০ বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি, স্বামীর সিদ্ধান্তে অনুষ্কার কী প্রতিক্রিয়া?

Last Updated:

কোহলির (Virat Kohli) সেই সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া দিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) (Anushka Sharma on Virat Kohli T20 Captaincy)।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
#মুম্বই: গত বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের পর অধিনায়কত্ব (Virat Kohli T20 Captaincy) ছাড়ার কথা জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর সিদ্ধান্তের পরই শোরগোল পড়ে গিয়েছে গোটা ক্রিকেট দুনিয়ায়। কোহলির সেই সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া দিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) (Anushka Sharma on Virat Kohli T20 Captaincy)। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন অনুষ্কা (Anushka Sharma on Virat Kohli T20 Captaincy)। কোহলির বিবৃতিটি তিনি পোস্ট করেন, সঙ্গে জুড়ে দেন লাল হৃদয়ে ভালবাসার চিহ্ন। আর তাতেই তিনি (Anushka Sharma) বুঝিয়ে দিয়েছেন কোহলির সিদ্ধান্তে সমর্থন জানাচ্ছেন অনুষ্কা (Anushka Sharma on Virat Kohli T20 Captaincy)।
বিরাট কোহলি টি২০ ক্যাপ্টেন্সি হারাতে পারেন, গত সপ্তাহে এমনই একটা খবর রটে গিয়েছিল দেশজুড়ে। রোহিত শর্মা টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ক্যাপ্টেন হতে পারেন বলে একাধিক সংবাদমাধ্যমে প্রচার হয়েছিল। তবে এমন দাবি নতুন কিছু নয়। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ বহুদিন ধরেই দাবি করে আসছেন, রোহিত শর্মাকে টি-২০ দলের অধিনায়ক করে দেওয়া হোক। ব্যাট হাতে রান পাচ্ছেন না কোহলি (Virat Kohli)। সেই খরা কাটাতে নেতৃত্ব ছাড়লেন তিনি। নিজের ব্যাটিংয়ে মন দিতে চান ভারত অধিনায়ক। তাই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
advertisement
অনুষ্কার পোস্ট। অনুষ্কার পোস্ট।
advertisement
বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'বিরাট ভারতীয় ক্রিকেটের প্রকৃত সম্পদ। দারুণ নেতৃত্ব দিয়েছে। সব ধরনের ফর্ম্যাটে অন্যতম সেরা অধিনায়ক।' তারপরই সৌরভের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' যোগ করেছেন, 'টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিরাটকে ধন্যবাদ জানাই। আসন্ন বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করছি তার পরেও ও ভারতের হয়ে প্রচুর রান করে যাবে।'
advertisement
আরও পড়ুন: টি-২০-তে ক্যাপ্টেন হিসাবে অসাধারণ সাফল্য, তবুও আগ্রাসী বিরাটের 'শান্ত' সিদ্ধান্ত
বিরাটের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কী বলেছেন কোহলির দিদি? ভাবনা কোহলি শুক্রবার ইনস্টাগ্রামে বিরাটের বিবৃতির ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'শুধুমাত্র নিজের আবেগ ও কঠোর পরিশ্রম দিয়েই নয়, খেলোয়াড়সুলভ মানসিকতা বোঝায় সঠিক সিদ্ধান্ত নিতে পারার জ্ঞানও। তোমার অন্তর্দৃষ্টিকে শ্রদ্ধা জানাই। ঈশ্বর তোমার মঙ্গল করুন।'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anushka Sharma on Virat Kohli T20 Captaincy: টি২০ বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি, স্বামীর সিদ্ধান্তে অনুষ্কার কী প্রতিক্রিয়া?
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement