TRENDING:

হাওয়াই চটি পরে জুম মিটিং করলেন প্রিয়াঙ্কা! এ কী দশা নায়িকার!

Last Updated:

কিছু দিন আগেই একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান তিনি আর তাঁর স্বামী নিক জোনাস একাধিক সন্তান চান, যাতে তাঁরা একটি ক্রিকেট টিম তৈরি করতে পারেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বাড়ি থেকে কাজ করার এটাই সুবিধা, আপনি পান চিবুতে চিবুতে অফিস করুন বা পাজামা পরে, কেউ দেখতে আসবেন না। কেউ এসে কড়া গলায় বলবেন না যে আপনি কর্পোরেট কালচারের বিরুদ্ধে গিয়েছেন। তবে ছাপোষা মানুষ যা যা করেন, সেটা কি তারকাদের মানায়? আলবাত মানায়। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে (Priyanka Chopra Jonas) দেখুন, দিব্যি জুম (Zoom) মিটিং করলেন হাওয়াই চটি পরে।
advertisement

কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে প্রিয়াঙ্কা অভিনীত ছবি দ্য হোয়াইট টাইগার (The White Tiger)। আর সেই ছবির প্রচার সংক্রান্ত জুম মিটিংয়ে পিগি চপস বসলেন হাওয়াই চটি পরে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দিয়েছেন নায়িকা। বলেছেন সবার উপরে ব্যবসা আর নিচে কী থাকতে পারে সেটা আপনারা জানেন! বোঝাই যাচ্ছে মজা করে বলা এই লাইনটির কী অর্থ! দেখা যাচ্ছে যে মিটিং করার জন্য ফরম্যাল পোশাক পরেছেন তিনি। ফুল হাতা সাদা শার্ট আর কালো ট্রাউজার পরলেও তাঁর পায়ে রয়েছে এক জোড়া স্লিপার।

advertisement

দ্য হোয়াইট টাইগারের একজিকিউটিভ প্রযোজকও তিনি। এই ছবিতে তাঁকে দেখা যাবে পিঙ্কি ম্যাডামের চরিত্রে। বলিউডের ছবিতে নায়িকাকে এখন সেভাবে দেখা না গেলেও ব্যস্ততা তাঁর বিন্দুমাত্র কমেনি। লন্ডনে কিছুদিন আগেই শেষ করেছেন টেক্সট ফর ইউ (Text For You) ছবির শুটিং। হাতে রয়েছে সিটাডেল (Citadel) আর দ্য ম্যাট্রিক্স ৪ (The Matrix 4)-এর মতো ছবি। একটি নাম না হওয়া কমেডি ছবিতেও রয়েছেন প্রিয়াঙ্কা।

advertisement

পেশাদারি জগৎ ছাড়াও নায়ক-নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবার কৌতূহল থাকে। প্রিয়াঙ্কাকেও আজকাল বার বার এই প্রশ্ন করা হচ্ছে যে তিনি কবে মা হবেন! প্রিয়াঙ্কা আর তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas) যে তাঁদের পরিবারের বৃদ্ধি চাইছেন, সেটা কিছু দিন আগে নায়িকার কথায় প্রকাশ পায়। আর তার পর থেকেই সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন তিনি। একজন সাংবাদিককে একদিন আর থাকতে না পেরে প্রিয়াঙ্কা খুব মিষ্টি করে বলেন যে তাঁর উপরে মা হওয়ার জন্য চাপ না দিয়ে বরং তাঁর আগামী ছবি নিয়ে কথা বললেই তিনি খুশি হবেন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিছু দিন আগেই একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান তিনি আর তাঁর স্বামী নিক জোনাস একাধিক সন্তান চান, যাতে তাঁরা একটি ক্রিকেট টিম তৈরি করতে পারেন! তাঁর এই উত্তর থেকেই মূলত প্রিয়াঙ্কার মা হওয়ার জল্পনা শুরু হয়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
হাওয়াই চটি পরে জুম মিটিং করলেন প্রিয়াঙ্কা! এ কী দশা নায়িকার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল