ছবিতে দেখা যাচ্ছে, প্রাইভেট ফ্লাইটের সিটে প্রিয়াঙ্কা (Priyanka Chopra) পা তুলে বাবু হয়ে বসে আছেন। অভিনেত্রীর পরনে একটি সাদা কালো স্ট্রাইপ শার্ট, বেজ রঙের প্যান্ট এবং ব্রাউন জ্যাকেট। পোশাক এমন হলেও প্রিয়াঙ্কা বসেছেন ঠিক যেমন ভাবে ভারতীয়রা বসে আড্ডা দেন। নেটিজেনদের অন্তত তেমনই মত। আর তাই দেশি গার্লের ছবিতে নেটিজেন কমেন্ট করেছেন, "আরে ইয়ে তো ইন্ডিয়া ওয়ালে।" আবার কেউ লিখছেন, "প্রিয়াঙ্কার এই বসার ধরন বেশ ভালো লাগল।" আর একজন নেটিজেনের কথায়, "ভারতীয়দের বসার ধরন সবচেয়ে আরামদায়ক। প্রিয়াঙ্কাকে কুর্ণিশ। তিনি এখনও দেশি গার্লই আছেন।'
advertisement
আরও পড়ুন- সিদ্ধার্থের মা ও শেহনাজ এখন কেমন আছেন! জানালের দেবলীনা ভট্টাচার্য
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া (Madhu Chopra) এই ছবিটি তুলে দিয়েছেন। এর আগে সিটাডেল-এ প্রিয়াঙ্কার (Priyanka Chopra) সহ অভিনেতাও প্রাইভেট ফ্লাইট থেকে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে প্রিয়াঙ্কার সারমেয় ডায়নাকেও দেখা গিয়েছিল। প্রিয়াঙ্কা সম্প্রতি গিয়েছিলেন প্যারিস এর গ্লোবাল সিটিজেন ইভেন্টে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রিয়াঙ্কা চোপড়ার লেখা বই 'আনফিনিশড' প্রকাশিত হয়েছে। এই বইতে নিজের ছোটবেলা, কেরিয়ার, মা-বাবার সঙ্গে তার সম্পর্ক, ভারতে ও আমেরিকায় তার বেড়ে ওঠা, এবং মিস ইন্ডিয়া থেকে এক অভিনেত্রী হয়ে ওঠার যাত্রা কেমন ছিল সে সমস্ত লিখেছেন প্রিয়াঙ্কা। বলিউড থেকে হলিউডে রাস্তাটা কেমন ছিল সেসব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। তবে নিজের বইতে অন্য কোনো ব্যক্তির নাম করে কিছু লেখেননি।
সেই বই সম্পর্কে প্রিয়াঙ্রা সম্প্রতি বলেছেন, বহু রিভিউ লেখা হয়েছে তাঁর বই সম্পর্কে। বেশ কিছু জায়গায় অপ্রকাশিত নামগুলির সম্পর্কে আগ্রহ দেখানো হয়েছে। তাই অভিনেত্রী বলছেন, "আসলে আমার বই থেকে গসিপ দরকার।" কিন্তু তবুও প্রিয়াঙ্কার বই সারা বিশ্বের বহু জায়গায় এখন বেস্ট সেলার। কোনও রকম বিতর্ক তৈরি না করেও বইটি এভাবে জনপ্রিয় হওয়ায় তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন।
আরও পড়ুন-বিগবসের ইতিহাসে রিয়াকে সবচেয়ে বেশি পারিশ্রমিক দেবে নির্মাতারা? অভিনেত্রী কি অংশ নেবেন