প্রভাস তাঁর ফেসবুকে শেয়ার করলেন নতুন অ্যাকশন ছবি সাহো ৷ বাহুবলি-র পর এই ছবির শ্যুটিংয়েই ব্যস্ত আছেন প্রভাস ৷
৫ বছর ধরে বাহুবলি ছবির জন্য নিজেকে তৈরি করেছেন প্রভাস৷ তবে এবারটা তিনি চান ইমেজ মেকওভার ৷ আর সেই মেকওভার রূপ নিয়েই ‘সাহো’ ছবিতে দেখা যাবে প্রভাসকে ৷
advertisement
সাহো ছবিটিও মুক্তি পাবে ৩ ভাষায় ৷ হিন্দি, তামিল, তেলেগু ৷ অ্যাকশনে ভরা এই ছবিতে প্রভাস আলাদা করে নজর কাড়বে, সে কথা এখনই জানিয়ে দিয়েছেন সাহো ছবির টিম ৷
Location :
First Published :
October 23, 2017 4:22 PM IST