মজার ব্যাপার- প্রভাস কিন্তু কিছু করে সমালোচনার শিকার হননি! তিনি কেন কিছু করেননি, সেটা নিয়েই আপাতত সমালোচনার ঝড় বইছে। সেই সঙ্গে Twitter-এ ভাইরাল হয়ে গিয়েছে Adipurush আর Prabhas হ্যাশট্যাগ! ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে কি?
advertisement
আসলে বলিউডের পরিচালক ওম রাউত (Om Raut) আদিপুরুষ (Adipurush) নামের একটা ছবি তৈরি করছেন ভূষণ কুমারের প্রযোজনায়। রামায়ণের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া এই ছবিতে প্রভাস অভিনয় করছেন রামের চরিত্রে, লক্ষ্মণের চরিত্রে থাকছেন সানি সিং (Sunny Singh) আর সীতার স্বয়ং কৃতি শ্যানন (Kriti Sanon)! ছবির মহরতের দিন তিনজনে মিলে ছবি তুলে তা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, মর্যাদা পুরুষোত্তমের বনবাসের গেরুয়া বসনের অনুষঙ্গে ওই এক রঙের পাঞ্জাবি পরে হাসি মুখে ছবিও তুলিয়েছিলেন প্রভাস!
তবে ওই পর্যন্তই! এর পর আর টিম আদিপুরুষ থেকে কোনও আপডেট আসেনি। সবাই আশা করেছিলেন যে রামনবমীর দিন রামের চরিত্রে প্রভাসের লুক দেখা যাবে। কিন্তু তা হয়নি, চুপ থেকেছেন নির্মাতারা। এর আগে টিম লঙ্কেশের পোস্টার শেয়ার করেছিল, তাই আশা বেড়েছিল যে এবার রামের দেখা মিলবে! কিন্তু কোথায় কী, রামনবমীর শুভেচ্ছা জানিয়ে পর্যন্ত কোনও পোস্ট দেখা যায়নি প্রভাসের তরফে। আর তাতেই বেজায় চটে গিয়েছেন ভক্তেরা। তাঁরা নিজেদের মতো করে ভিডিওয়, ছবিতে প্রভাসকে রাম সাজিয়েছ্ন ঠিকই, কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে?