প্রোমো ভিডিওটির শুরুতেই সলমনের উদ্দেশ্যে করা একটি মন্তব্য পড়ে শোনান আরবাজ। তাতে লেখা হয়েছে “জনসাধারণের ভগবান হতে যেও না”। সলমন মন্তব্য শুনে প্রতিক্রিয়ায় বলে, “হুম ঠিক কথা, আমি কেন জনতার ভগবান হতে যাবে, ভগবান একজনই আছেন, আর সেটা আমি নই”। অভিনেত্রী অনন্যা পান্ডে একটি মন্তব্য পড়েন যেখানে লেখা হয়েছে অনন্যার নাম হওয়া উচিত “ফেক পান্ডে”, এছাড়াও আরও একটি মন্তব্যে লেখা হয়েছে “স্ট্রাগলিং দিদি”। এই মন্তব্য পড়তেই অভনেত্রী হকচকিয়ে ওঠে। এমনটা কেন লেখা হয়েছে তার কারণ পর্যন্ত জানতে চান। ফারাহ খানকে বলতে শোনা গিয়েছে তিনি যদি সোশ্যালে “হ্যালো” লেখেন তাহলেও তিনি না কি ট্রোলড হন। তাঁর কাছে নাকি জানতে চাওয়া হয় কেনও তিনি “নমস্কার না লিখে হ্যালো লিখেছেন”। আয়ুষ্মান বলে ওঠেন তিনি না কি Tweet করাই বন্ধ করে দিয়েছেন এই সব ট্রোলের চক্করে!
advertisement
পিঞ্চ ২ শোয়ের সিরিজে টাইগার শ্রফ (Tiger Shroff), রাজকুমার রাও (Rajkummar Rao), অনিল কাপুর (Anil Kapoor) এবং ফারহান আখতারকেও (Farhan Akhtar) অতিথি হিসেবে দেখা যাবে। আরবাজ বলেছেন, "এই শো আগের থেকে আরও জনপ্রিয় হবে বলে আমি আশা করছি। বলিউড তারকারা তাঁদের ব্যক্তিগত এবং পেশাদার জীবন নিয়ে খোলামেলা আলোচনা করবেন যা দর্শকদের ভালো লাগবে।" আগামী ২১ জুলাই শোয়ের প্রিমিয়ার হবে।